Arrest: হোয়াটসঅ্যাপে এল মহিলার ছবি! ২০ হাজার টাকা দিলেই মিলবে স্পেশাল সার্ভিস, কাছে যেতেই সর্বনাশ! যা হল ভাবতেও পারবেন না
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Arrest: বড়সড় যৌনচক্রের হদিস পেল পুলিশ। ঘটনাটি ঘটেছে দিল্লির কাছে গুরুগ্রামে। হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে রমরমিয়ে চলত দেহ ব্যবসা। তারপরে টাকা পাঠালেই মিলত সার্ভিস।
advertisement
1/5

বড়সড় যৌনচক্রের হদিস পেল পুলিশ। ঘটনাটি ঘটেছে দিল্লির কাছে গুরুগ্রামে। হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে রমরমিয়ে চলত দেহ ব্যবসা। তারপরে টাকা পাঠালেই মিলত সার্ভিস।
advertisement
2/5
পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার বহু মেয়ে যোগ দিয়েছিলেন সেই দেহ ব্যবসায়। খদ্দের সেজে এই যৌনচক্রের পর্দাফাঁস করল পুলিশ।
advertisement
3/5
পুলিশ হোয়াটসঅ্যাপ নম্বর জোগাড় করে সেখানে ছবি চাই যৌনকর্মীদের। তারপরে টাকাও চাওয়া হয়। পুলিশ সেরকম গুরুগ্রামের একটি হোটেলে দেখা করতে বলে যৌনকর্মীদের।
advertisement
4/5
তারপরে খদ্দেরের খোঁজে দেখা করতে এসে ফেঁসে যান। পুলিশ দুই যৌনকর্মী-সহ মোট ৩ জনকে গ্রেফতার করে। পুলিশি জেরায় যৌনকর্মীরা জানান, তাঁরা এই কাজের বিনিময়ে মাসিক বেতন পেতেন।
advertisement
5/5
সেই সঙ্গে তাঁদের আরও অভিযোগ, গরীব বলে তাঁদের জোর করে দেহ ব্যবসায় আনা হয়েছিল। স্থানীয় ডিএলএফ ফেজ-১ থানার এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং এর সঙ্গে জড়িত বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ।