TRENDING:

৪ বছর ধরে কথা, উথালপাথাল প্রেম! তরুণী একদিন না বলেই চলে এলেন যুবকের বাড়ি, তার পর যা হল!

Last Updated:
Couple Love Story: মেয়েটি শুধু নাম পড়েই প্রেমে পড়েছিলেন, ৪ বছর ধরে বাঁচা-মরার শপথ নিয়েছিলেন, তারপর একে একে বেরিয়ে এল ৮টি ‘গোপন’ সত্য!
advertisement
1/6
৪ বছর ধরে কথা, উথালপাথাল প্রেম! তরুণী একদিন না বলেই চলে এলেন যুবকের বাড়ি, তার পর যা হল!
প্রেম কখন সীমা অতিক্রম করে যায়, তা কেউ জানে না। যখন সত্যিটা সামনে আসে, তখন অনেক সময় সবকিছু ধ্বংস হয়ে যায়। তার পর থাকে শুধু অনুশোচনা। এমনই এক তরুণীর কাহিনি সামনে এসেছে। মেয়েটি শুধু নাম পড়েই প্রেমে পড়েছিলেন, ৪ বছর ধরে বাঁচা-মরার শপথ নিয়েছিলেন, তারপর একে একে বেরিয়ে এল ৮টি ‘গোপন’ সত্য! (Representational Image)
advertisement
2/6
আজকাল সোশ্যাল মিডিয়ায় অচেনা মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠা খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সমাজের সব শ্রেণির মানুষ এতে যুক্ত হচ্ছেন। ছেলেমেয়েদের মধ্যে এই বন্ধুত্ব অনেক সময় প্রেমে রূপ নেয়। একে অপরের প্রতি আকর্ষণ থেকে কখন সীমা পার হয়ে যায়, টের পাওয়া যায় না। কিন্তু বাস্তবের মুখোমুখি হলে অনেকেরই স্বপ্ন ভেঙে পড়ে। তখন থাকে শুধুই দুঃখ আর হতাশা। এমনই এক ঘটনা ঘটেছে বাগপতের রাঠৌল এলাকার এক যুবকের সঙ্গে মেরঠের এক তরুণীর। (Representational Image)
advertisement
3/6
মেরঠের এই তরুণীর সঙ্গে উত্তরপ্রদেশের বাগপত জেলার রাঠৌলের এক যুবকের ইনস্টাগ্রামে পরিচয় হয়। ধীরে ধীরে কথাবার্তা শুরু হয় এবং বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। চার বছর ধরে তাঁরা নিয়মিত যোগাযোগ রেখে চলছিলেন। ওই তরুণী তাঁকে খুব গভীরভাবে ভালবেসে ফেলেছিলেন। একসময় নিজেই সিদ্ধান্ত নেন ওই যুবকের সঙ্গে দেখা করবেন।  (Representational Image)
advertisement
4/6
তাঁর সঙ্গে কথাবার্তার সময়ে ওই যুবক তরুণীকে নিজের বাড়ির ঠিকানাও দিয়েছিলেন। তিনি ভাবেননি, তিনি কোনওদিন হঠাৎ করে তাঁর বাড়িতে চলে যাবেন। কিন্তু একদিন আপনি কাউকে কিছু না জানিয়ে সরাসরি তাঁর বাড়িতে পৌঁছে যান। এবং তখনই ঘটেছিল সেই চরম বিস্ময়ের ঘটনা। (Representational Image)
advertisement
5/6
ওই বাড়িতে পৌঁছে তরুণী জানতে পারেন, যাঁর সঙ্গে তিনি ৪ বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন, তিনি একজন বিবাহিত ব্যক্তি এবং তাঁর আটটি সন্তান রয়েছে! এই সত্যি শুনে তরুণীর যেন পায়ের তলা থেকে মাটি সরে যায়। (Representational Image)
advertisement
6/6
এই ঘটনার পরে তরুণী কান্নায় ভেঙে পড়েন এবং কী করবেন বুঝে উঠতে না পেরে ছুটে যান থানায়। তিনি পুলিশকে তাঁদের প্রেমের পুরো কাহিনি জানান। এরপর রাঠৌল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঞ্জয় সিং আপনাকে শান্ত করেন ও বুঝিয়ে বলেন কী করা উচিত। তাঁর কথায় তরুণী ধীরে ধীরে নিজেকে সামলান এবং অবশেষে বাড়ি ফিরে যান। (Representational Image)
বাংলা খবর/ছবি/দেশ/
৪ বছর ধরে কথা, উথালপাথাল প্রেম! তরুণী একদিন না বলেই চলে এলেন যুবকের বাড়ি, তার পর যা হল!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল