Train 18 : প্রথম মেক ইন ইন্ডিয়া, গর্বের গতিতে স্বপ্নপূরণের প্রতিশ্রুতি !
Last Updated:
advertisement
1/13

প্রথম মেক ইন ইন্ডিয়া ট্রেন 18 বা T-18 ৷ দিল্লিতে থেকে বারাণসি পর্যন্ত দুর্বার গতিতে ছুটবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/13
সূত্রের খবর আগামী ২৫ ডিসেম্বর অর্থাৎ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিনেই শুভ সূচনা হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/13
বর্তমানে এই রুটের কোটা-সবাই মাধপুরে এই T-18 এর ট্রায়াল চলছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/13
আশা করা যাচ্ছে আগামী ২-৩ দিনের মধ্যে এই ট্রেনের ট্রায়াল শেষ হয়ে যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/13
ট্রায়াল চলাকালীন নিরাপত্তা বিষয় সংক্রান্ত বিভিন্ন দিক খুঁটিয়ে দেখা হয়েছে উপর মহলের নির্দেশেই চূড়ান্ত অনুমতি মিলবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/13
ইঞ্জিনবিহীন এই গাড়ির ইউরোপীয় প্রযুক্তিতে প্রস্তুত ১০০ কোটি টাকা খরচ হয়েছে এবং নির্মাণে লেগেছে ৩ মাস ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/13
এই ট্রেনের ৪টি কোচ নিয়ে একটি পাওয়ার স্টোর প্রস্তুত হয়েছে ৷ যা একটি সেট হিসাবে কাজ করবে ৷ এই ট্রেনের নির্মাণ ২০১৮ সালে হয়েছে তাই এই ট্রেনের নিয়ম T-18 ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/13
সাধারণ ট্রেনের থেকে এই ট্রেনের ওজন ৩০০ টন পর্যন্ত কম হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/13
প্রধানমন্ত্রীর স্বপ্নের ট্রেন চলবে তাঁরই লোকসভা কেন্দ্র বারাণসি থেকে দিল্লি পর্যন্ত চলবে ৷ বারাণসির মানুষকে প্রধানমন্ত্রীর বড় দিনের উপহার T-18 ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/13
মোট ৭৫০ কিমি পথের যাত্রা ৷ সকাল ৬ টায় দিল্লি থেকে ট্রেনটি ছাড়বে ৷ দুপুর ২টোয় বারাণসি থেকে ছাড়বে রাত ১০.৩০ ফের পৌঁছবে দিল্লিতে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/13
শতাব্দী এক্সপ্রেসের বিকল্প হয়ে উঠছে এই T-18, এমনও বলা হচ্ছে যে শতাব্দীর থেকেও এই ট্রেনে মিলবে অনেক বেশি সুবিধা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/13
icf চেন্নাইয়ে মার্চ ২০১৯ পর্যন্ত আরও একটি ট্রেন প্রস্তুত হবে বলেই জানা গিয়েছে ৷
advertisement
13/13
রেলের পরবর্তী চিন্তা ভাবনায় রয়েছে T-20 ৷ রাজধানী এক্সপ্রেসের বিকল্প হিসাবে নির্মিত হবে বলেই সোনা যাচ্ছে ৷ প্রতীকী ছবি ৷