TRENDING:

Ganesh Chaturthi 2025 Lalbaugcha Raja: টাকার পাহাড়, আমেকিরান ডলারের ছড়াছড়ি! মুম্বইয়ের লালবাগচা রাজার মণ্ডপে টাকা গুনছেন ৮০ জন লোক

Last Updated:
এত টাকা গুনতে ৮০ জন লোক রয়েছেন৷ দিনরাত এক করে তাঁরা গুনে চলেছেন লালবাগচা রাজার কাছে উৎসর্গ করা ভক্তদের টাকা৷ এত টাকা দেখে বোঝাই যাচ্ছে যে এর পরিমাণ লক্ষ তো বটেই, কোটি টাকা হলেও অবাক হওয়ার কথা নয়৷
advertisement
1/8
টাকার পাহাড়,আমেকিরান ডলারের ছড়াছড়ি!লালবাগচা রাজার মণ্ডপে টাকা গুনছেন ৮০জন লোক
১০ দিনের পবিত্র গণেশ চতুর্থী, ভারতজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে। মুম্বইয়ের লালবাগচা রাজার দর্শনে উপচে পড়ছে ভিড়৷
advertisement
2/8
বৃহস্পতিবার সকালে, দর্শন ও পুজোর জন্য ভক্তরা প্রচুর সংখ্যায় ভিড় জমান। ভক্তরা ভক্তি ও উৎসাহে ভরে "গণপতি বাপ্পা মোর্যা" বলে উঠছে।
advertisement
3/8
লালবাগচা রাজা মুম্বইয়ের অন্যতম দর্শনীয় মণ্ডপ এবং প্রতি বছর এখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়৷ এর জাঁকজমক ভক্তদের মুগ্ধ করেছে৷ এবং দর্শণার্থীরা প্রচুর পরিমাণ অনুদান দিয়েছেন৷
advertisement
4/8
লালবাগচা রাজা সর্বজনীক গণেশোৎসব মণ্ডলের পক্ষ থেকে জানানো হয়েছে যে গত বছর (২০২৪)-এ প্রথম দিনই ৪৮ লক্ষ টাকা অনুদান এসেছিল৷ এবছর দেখা যাচ্ছে শুধু ভারতীয় টাকা নয়, প্রচুর পরিমাণ বিদেশী মুদ্রা যেমন আমেরিকান ডলারও রয়েছে এই অনুদানের মধ্যে৷
advertisement
5/8
এখনও পর্যন্ত ৩টি বাক্স খোলা হয়েছে৷ সেখানেই উঠে এসেছে এই ছবি৷ আক্ষরিক অর্থে টাকার পাহাড় তৈরি হয়েছে এই অনুদানের বাক্স খুলতেই৷
advertisement
6/8
এত টাকা গুনতে ৮০ জন লোক রয়েছেন৷ দিনরাত এক করে তাঁরা গুনে চলেছেন লালবাগচা রাজার কাছে উৎসর্গ করা ভক্তদের টাকা৷ এত টাকা দেখে বোঝাই যাচ্ছে যে এর পরিমাণ লক্ষ তো বটেই, কোটি টাকা হলেও অবাক হওয়ার কথা নয়৷
advertisement
7/8
পুজো ৭১ বছরে পদার্পণ করেছে। এখানে মহাগণপতি সাজানো হয় ৬৬ কেজি সোনার গয়না এবং ৩২৫ কেজির রূপো এবং অন্যান্য গয়না দিয়ে।
advertisement
8/8
নতুন রেকর্ড গড়েছে জিএসবি সেবা মণ্ডল। তাদের পাঁচদিনের উৎসবের জন্য ৪০০.৫৮ কোটি টাকার বিমা করা হয়েছে। ২০২৩ সালে এই মণ্ডল ৩৬০.৪০ কোটি টাকার বিমা কেনে। জিএসবি সেবা মণ্ডলের পুজো হয় সায়ানের কিংস সার্কেলে।
বাংলা খবর/ছবি/দেশ/
Ganesh Chaturthi 2025 Lalbaugcha Raja: টাকার পাহাড়, আমেকিরান ডলারের ছড়াছড়ি! মুম্বইয়ের লালবাগচা রাজার মণ্ডপে টাকা গুনছেন ৮০ জন লোক
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল