TRENDING:

G20 Summit 2023 Dinner : ‘মধুরিমা’ থেকে ‘দার্জিলিং চা’, G-20 সামিটের নৈশভোজের মেন্যু দেখে থ রাষ্ট্রনেতারা! কী ছিল

Last Updated:
G20 Summit Special Dinner: কী কী ছিল মেন্যুতে? তিন কোর্স মিল পরিবেশিত হয়েছে শনিবার রাতে। সমস্ত খাবারের পাশে কত ক্যালোরি এবং খাদ্যগুণ, সবকিছু বর্ণিত ছিল।
advertisement
1/6
‘মধুরিমা’ থেকে ‘দার্জিলিং চা’! G-20 সামিটের নৈশভোজের মেন্যু দেখে থ রাষ্ট্রনেতারা
শনিবার রাতে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজের আমন্ত্রণ ছিল দেশবিদেশের নেতামন্ত্রীদের। জি-২০ সম্মেলনে যোগ দিতে আসা রাষ্ট্রনেতাদের আপ্যায়ন করলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ। দিল্লিতে জি-২০ সম্মেলনের আসর বসছে শনি এবং রবিবার।
advertisement
2/6
সেই নৈশভোজের আসরে কোন কোন সুস্বাদু ভারতীয় খাবারে পেটপুজে হয়েছে রাষ্ট্রনেতাদের, তার মেন্যু এবার প্রকাশ্যে। খাবারের পাশাপাশি ৫০-৬০ জন সঙ্গীতশিল্পী অতিথিদের পারফর্ম করেছেন।
advertisement
3/6
কী কী ছিল মেন্যুতে? তিন কোর্স মিল পরিবেশিত হয়েছে শনিবার রাতে। সমস্ত খাবারের পাশে কত ক্যালোরি এবং খাদ্যগুণ, সবকিছু বর্ণিত ছিল।
advertisement
4/6
স্টার্টারে ছিল ফক্সটেইল মিলেট বা কাওন চালের পদ, যাকে ‘পাত্রম’ নাম দেওয়া হয়েছে। মেন কোর্সে ছিল ‘বনবর্ণম’, যা এঁচোড়, মাশরুম, মিলেট দিয়ে কেরলের রেড রাইস।
advertisement
5/6
এর পর ভারতীয় রুটি বা পাঁউরুটি। মুম্বই পাও এবং বাখরখানি পরিবেশন করে মিষ্টিমুখ। ‘মধুরিমা’ নাম দেওয়া হয়েছে সেই ডেজার্টে। পুডিং বিশেষ খাবারে মিষ্টিমুখ করলেন বিদেশি রাষ্ট্রনেতারা।
advertisement
6/6
এর পর কাশ্মিরী কাওয়া, ফিল্টার কফি এবং দার্জিলিং চা দিয়ে তেষ্টা মেটানোর পালা। শেষে পান ফ্লেভারের চকোলেট।
বাংলা খবর/ছবি/দেশ/
G20 Summit 2023 Dinner : ‘মধুরিমা’ থেকে ‘দার্জিলিং চা’, G-20 সামিটের নৈশভোজের মেন্যু দেখে থ রাষ্ট্রনেতারা! কী ছিল
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল