আবার রেকর্ড দাম বৃদ্ধি, নয়াদিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হল ৮১টাকা
Last Updated:
advertisement
1/6

গত কয়েকদিন ধারাবাহিকভাবে দাম বাড়ার পর গতকাল অপরিবর্তিত ছিল জ্বালানির দাম । কিন্তু সে স্বস্তি ক্ষণস্থায়ী । আজ বৃহস্পতিবার, গণেশ চতুর্থীর দিন ফের দাম বাড়ল পেট্রোপণ্যের । (Photo:AP)
advertisement
2/6
নয়াদিল্লিতে বুধবারের তুলনায় লিটার প্রতি পেট্রোলের দাম ৩১ পয়সা বেড়ে হয়েছে ৮১ টাকা, মুম্বই-এ দাম হয়েছে ৮৮টাকা ৪৫ পয়সা । (Photo: Collected)
advertisement
3/6
বাণিজ্য নগরীতে ডিজেলের দাম বেড়ে হয়েছে ৭৭টাকা ৫৮ পয়সা প্রতি লিটার ও নয়াদিল্লিতে লিটার প্রতি ডিজেলের দাম ৭৩টাকা ৮ পয়সা । (Photo: PTI)
advertisement
4/6
কলকাতা শহরে ডিজেলের দাম প্রতি লিটার ৭৪টাকা ৯৩পয়সা ও পেট্রোলের দাম ৮২টাকা ৮৭ পয়সা। (Photo: PTI)
advertisement
5/6
চেন্নাই শহরে পেট্রোলের দর ৮৪টাকা ১৯ পয়সা ও ডিজেলের দর ৭৭টাকা ২৫পয়সা । বাণিজ্যনগরী মুম্বই-এ VAT-এর হার সবচেয়ে বেশি হওয়ার কারণে মুম্বই-এ সর্বাধিক দাম ছুঁয়েছে পেট্রোপণ্য । (Photo: PTI)
advertisement
6/6
জ্বালানির মূল্য কমাতে গতকাল ইথানল উৎপাদনের উপর জোর দিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও ইথানলের ক্রয়মূল্যে ২৫শতাংশ বৃদ্ধি করার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় মন্ত্রীসভা । টাকার দামের অবস্থা তথৈবচ ফলে ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের । (Photo:AP)