মোটা মাইনের সরকারি চাকরি চাই, প্রচুর লোক নিচ্ছে FSSAI, হাতে আর মাত্র ২ দিন...
Last Updated:
advertisement
1/5

কেন্দ্রীয় সরকারি চাকরি করতে চান? তা হলে এ খবর আপনার জন্যই৷ দ্য ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) প্রচুর কর্মী নিয়োগ করতে চলেছে৷ তার মধ্যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদ থেকে শুরু করে অ্যাডমিন অফিসার, হিন্দি ট্রান্সলেটর-সহ একগুচ্ছ পদে লোক নেওয়া হবে৷
advertisement
2/5
FSSAI-এর নোটিশে বলা হয়েছে, মোট ২৭৫টি খালি পদ রয়েছে সংস্থায়৷ অভিজ্ঞ প্রার্থীরা এই পোস্টগুলিতে আবেদন করতে পারেন৷
advertisement
3/5
মোটি ১৩টি পদে ২৭৫ জন কর্মী নিয়োগ করা হবে৷ সবচেয়ে বেশি কর্মী নিয়োগ করা হবে টেকনিক্যাল অফিসার পদে৷ সেন্ট্রাল ফুড সেফটি অফিসার পদে মোট ৩৭টি ভ্যাকেন্সি রয়েছে৷
advertisement
4/5
FSSAI-এর অফিসিয়াল ওয়েবসাইট fssai.gov.in-এ গিয়ে দেখতে পারেন৷ ২৬ মার্চ থেকেই লিঙ্কটি কার্যকর হয়ে গিয়েছে৷ ১৪ এপ্রিল আবেদনের শেষ দিন৷
advertisement
5/5
গোটা দেশ থেকেই এই খালি পদ গুলিতে আবেদন করতে পারবেন ইচ্ছুকরা৷ বর্তমানে দিল্লি, গাজিয়াবাদ, কলকাতা, মুম্বই, চেন্নাই ও গুয়াহাটিতে FSSAI-এর ল্যাব রয়েছে৷