আধার কার্ডে নাম-ঠিকানা পরিবর্তন করতে চান? বাড়ি বসে নিজেই পারবেন, SIR আবহে সহজ উপায় জেনে নিন
- Published by:Tias Banerjee
Last Updated:
Aadhaar Card Update: ১ নভেম্বর থেকে আধার কার্ডে নাম, ঠিকানা ও মোবাইল নম্বর আপডেট করা যাবে বাড়ি বসেই। কোনও নথি আপলোডের প্রয়োজন নেই! কী ভাবে করবেন, কী কী লাগবে ভাল করে জেনে নিন। নিজেই করতে পারবেন।
advertisement
1/11

ভারতের আধার কার্ড ব্যবস্থায় বড় পরিবর্তন আনল UIDAI (Unique Identification Authority of India)। এখন থেকে আধার কার্ডে নাম, ঠিকানা, জন্মতারিখ বা মোবাইল নম্বর আপডেট করার জন্য আর কোনও নথি আপলোড করতে হবে না। এই নতুন নিয়ম কার্যকর হবে ১ নভেম্বর ২০২৫ থেকে।
advertisement
2/11
ভারতের আধার কার্ড ব্যবস্থায় বড় পরিবর্তন আনল UIDAI (Unique Identification Authority of India)। এখন থেকে আধার কার্ডে নাম, ঠিকানা, জন্মতারিখ বা মোবাইল নম্বর আপডেট করার জন্য আর কোনও নথি আপলোড করতে হবে না। এই নতুন নিয়ম কার্যকর হবে ১ নভেম্বর ২০২৫ থেকে।
advertisement
3/11
UIDAI জানিয়েছে, এই পরিবর্তনের ফলে নাগরিকদের আর বারবার আধার কেন্দ্র ঘুরে বেড়াতে হবে না। এখন কেবল বায়োমেট্রিক আপডেট (ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস স্ক্যান) করানোর প্রয়োজন হলে কেন্দ্র যেতে হবে।
advertisement
4/11
UIDAI আধার আপডেটের পুরো প্রক্রিয়াটিকেই অটোমেটেড ও সহজ করে দিয়েছে। এখন কেউ অনলাইনে নিজের আধার তথ্য আপডেট করলে, সেই তথ্য সরকারি ডেটাবেসের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে যাচাই (auto-verify) হয়ে যাবে। যেমন— PAN, পাসপোর্ট, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, জন্মসনদ বা স্কুল রেকর্ডের সঙ্গে তথ্য মিলিয়ে দেখা হবে।
advertisement
5/11
অর্থাৎ এখন আর স্ক্যান বা আপলোড করতে হবে না কোনও ডকুমেন্ট — সিস্টেম নিজেই যাচাই করে নেবে তথ্যের সত্যতা।
advertisement
6/11
UIDAI আধার আপডেটের ফি-তেও পরিবর্তন এনেছে। নাম, ঠিকানা, জন্মতারিখ বা মোবাইল নম্বর পরিবর্তনে এখন দিতে হবে ₹৭৫ (আগে ছিল ₹৫০)। বায়োমেট্রিক আপডেট (আঙুলের ছাপ, চোখের স্ক্যান বা ছবি) করতে লাগবে ₹১২৫ (আগে ছিল ₹১০০)। ৫–৭ বছর ও ১৫–১৭ বছর বয়সের শিশুদের জন্য এই বায়োমেট্রিক আপডেট সম্পূর্ণ ফ্রি, কারণ এটি বাধ্যতামূলক একবারের আপডেট। ৭–১৫ বছর বয়সের শিশুদের ক্ষেত্রেও ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বায়োমেট্রিক আপডেট ফ্রি থাকবে।
advertisement
7/11
সরকার জানিয়েছে, ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে সকল PAN কার্ডধারীকেই নিজের PAN আধারের সঙ্গে লিঙ্ক করতে হবে। যদি না করা হয়, ১ জানুয়ারি ২০২৬ থেকে PAN নিষ্ক্রিয় (inactive) হয়ে যাবে।
advertisement
8/11
এর ফলে ব্যাংক লেনদেন, মিউচুয়াল ফান্ড, ডিম্যাট অ্যাকাউন্ট বা যেকোনও বিনিয়োগ সম্পর্কিত কাজ বন্ধ হয়ে যাবে। অর্থাৎ PAN নিষ্ক্রিয় হলে কোনও আর্থিক লেনদেনই করা সম্ভব হবে না।
advertisement
9/11
UIDAI ও NPCI (National Payments Corporation of India) যৌথভাবে নতুন e-KYC ও অফলাইন KYC সিস্টেম চালু করেছে। এখন থেকে ব্যাংক ও NBFC সংস্থাগুলি গ্রাহকের সম্পূর্ণ আধার নম্বর না জেনেও তাঁর পরিচয় যাচাই করতে পারবে। এর ফলে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা হবে, আর অ্যাকাউন্ট খোলা বা আর্থিক পরিষেবা নেওয়াও হবে দ্রুত ও নিরাপদ।
advertisement
10/11
UIDAI জানিয়েছে, এখন থেকে শুধুমাত্র সক্রিয় (valid) ও একক (duplicate-free) আধার নম্বরের ক্ষেত্রেই e-KYC করা যাবে। যদি কারও আধার নম্বর নিষ্ক্রিয় বা ডুপ্লিকেট পাওয়া যায়, তবে তাঁর ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা বিনিয়োগ প্রক্রিয়া সঙ্গে সঙ্গে বন্ধ করা হবে। এই ব্যবস্থা ভুয়ো আধার বা প্রতারণা রোধ করবে এবং পুরো ব্যবস্থায় স্বচ্ছতা আনবে।
advertisement
11/11
UIDAI-এর এই নতুন পদক্ষেপে ভারত আরও এক ধাপ এগোল ডিজিটাল গভর্ন্যান্স-এর পথে। এখন আর লম্বা লাইন, ফর্মফিলআপ বা কাগজপত্র নিয়ে দৌড়ঝাঁপ নয়— মাত্র কয়েকটি ক্লিকেই বাড়ি বসে নিরাপদে আপডেট করা যাবে নাম, ঠিকানা, জন্মতারিখ ও মোবাইল নম্বর।