TRENDING:

১০৪টি স্যাটেলাইট লঞ্চ, চন্দ্রযান থেকে মঙ্গল মিশন, দেখে নিন মহাকাশে কী কী রেকর্ড গড়েছে ISRO

Last Updated:
চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে ইসরো ৷ দেখে নিন এক নজরে ইসরোর সাফল্যের কাহিনী ৷
advertisement
1/8
১০৪টি স্যাটেলাইট লঞ্চ, চন্দ্রযান থেকে মঙ্গল মিশন, কী কী রেকর্ড গড়েছে ISRO
চাঁদের নামার আগের মুহূর্তে বিক্রমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয় ইসরোর।চাঁদের বুকে নামার কথা ছিল বিক্রমের। তার ঠিক আগে অরবিটারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় ল্যান্ডার বিক্রমের। তখন বিক্রম চাঁদের থেকে ২ দশমিক ১ কিলোমিটার দূরে। তবে ইসরোর এক আধিকারিক সোমবার জানিয়েছেন, অরবিটারের ক্যামেরা থেকে পাওয়া ছবি অনুযায়ী, ল্যান্ড হওয়ার নির্দিষ্ট জায়গার অনেকটা কাছেই হার্ড ল্যান্ডিং হয়েছে বিক্রমের ৷ তা সত্ত্বেও বিক্রমের কোনও ক্ষতি হয়নি। কিন্তু একদিকে ঝুঁকে রয়েছে ল্যান্ডার ৷ চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে ইসরো ৷ দেখে নিন এক নজরে ইসরোর সাফল্যের কাহিনী ৷
advertisement
2/8
১৯ এপ্রিল ১৯৭৫ সালে ইসরো প্রথম স্যাটেলাইট আর্যভট্ট লঞ্চ করেছিল ৷ এর ৪ বছর পর এক্সপেরিমেন্টাল স্যাটেলাইট SLV-3 লঞ্চ করা হয় ৷
advertisement
3/8
এরপর ইসরো তাদের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট লঞ্চ করেছিল ৷ INSAT সিরিজের স্যাটেলাইট INSAT-2A লঞ্চ করা হয় ৷
advertisement
4/8
PSLV সিরিজের প্রথম লঞ্চিং হয় ২০ সেপ্টেম্বর ১৯৯৩ সালে ৷ ইসরো GSLV কে অরবিটে GSLV-1 দিয়ে বদলে ইতিহাস গড়েছিল ৷
advertisement
5/8
আজ থেকে ১১ বছর আগে ইসরো তাদের মিশন চন্দ্রযান ১ লঞ্চ করেছিল ৷ এর পাঁচ বছর পরই মঙ্গল নিয়ে মিশন লঞ্চ করা হয় ৷
advertisement
6/8
MOM মঙ্গলের কক্ষপথে এক বছর পর ২০১৪ সালে প্রবেশ করেছিল ৷ এরপর মিশন অ্যাস্ট্রস্যাট লঞ্চ করা হয় ৷
advertisement
7/8
এরপর ২০১৭ সালে ইসরো PSLV-C37 এক সঙ্গে ১০৪টি স্যাটেলাইটে মহাকাশে স্থাপিত করেছিল ৷
advertisement
8/8
২২ জুলাই ২০১৯ চন্দ্রযান ২ লঞ্চ করা হয় ৷ এই মিশন অনেকটাই সফল বলে মনে করা হচ্ছে ৷
বাংলা খবর/ছবি/দেশ/
১০৪টি স্যাটেলাইট লঞ্চ, চন্দ্রযান থেকে মঙ্গল মিশন, দেখে নিন মহাকাশে কী কী রেকর্ড গড়েছে ISRO
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল