বড় সুবিধা চাকরিজীবীদের ! প্রভিডেন্ট ফান্ডের নিয়মে বড়সড় বদল, চাকরি ছাড়লেও থাকবে একই অ্যাকাউন্ট
Last Updated:
advertisement
1/6

চাকরিজীবীদের ক্ষেত্রে বড় খবর ৷ যাঁদের ইপিএফ রয়েছে বিশেষত তাঁদের ক্ষেত্রে বড় খবর ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/6
নতুন অর্থবর্ষ অর্থাৎ পয়লা এপ্রিল থেকে বড়সড় বদল হতে চলেছে EFPF এর নিয়মে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/6
এবার থেকে চাকরি ছাড়লেই তাঁর পিএফ অ্যাকাউন্ট বন্ধ হবেনা ৷ পিএফ অ্যাকাউন্ট নিয়ম মতই স্থানান্তরিত হয়ে যাবে ৷ তার জন্য অনুরোধ করতে হবেনা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/6
এতদিন নিয়ম চিল যাঁদের UAN (Universal Account Number) তাঁদের নতুন জায়গার চাকরি শুরু করলে পুরোন সংস্থা মারফত পিএফ-এ টাকা EPFO কে জানাতে হবে অনুরোধ করতে হবে নতুন ক্রমক্ষেত্রে নতুন মালিকের বিবরণ দিয়ে স্থানান্তরিত করতে হত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/6
১ এপ্রিল থেকে চাকরি ছাড়লে আর সেই ঝামেলাও আর পোহাতে হবেনা ৷ এই নতুন নিয়মে সরাসরি স্থানান্তরিত হবে যাবে অ্যাকাউন্ট ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/6
সারা জীবন ধরেই পিএফ অ্যাকাউন্ট নম্বর একই থাকবে ৷ সেক্ষেত্রে আসবেনা কোনও পরিবর্তন ৷ প্রতীকী ছবি ৷