Fresh Snowfall In Kashmir: যেদিকে চোখ যাবে শুধুই সাদা বরফ! লোড শেডিং, রাস্তা বন্ধ, কাশ্মীরের মানুষ মহাসমস্যায়
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Snowfall in Srinagar: রাস্তায় ২ ফিট পুরু বরফের আস্তরণ। জনজীবন বিপর্যস্ত কাশ্মীরে।
advertisement
1/9

advertisement
2/9
কাশ্মীরের পুলওয়ামার ব্যাপক তুষারপাত চলছে মঙ্গলবার রাত থেকেই।
advertisement
3/9
কুলগাঁওতে রাস্তার উপর ২ ফিট পুরু বরফের আস্তরণ পড়েছে।
advertisement
4/9
পীরপঞ্জল রেঞ্জ, অহরাবল ট্যুরিস্ট স্পটেও ব্যাপক তুষারপাত হয়েছে।
advertisement
5/9
পশ্চিমী ঝঞ্ঝার জেরেই এমন ভারি তুষারপাত বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
advertisement
6/9
ব্যাপক তুষারপাতের ফলে কাশ্মীরে বিমান চলাচল ব্যাহত। রানওয়ে ঢেকেছে বরফে। ট্রেন চলাচলও বিঘ্নিত হয়েছে।
advertisement
7/9
বারামুলা, গন্দেরবল জেলাতেও ব্যাপক তুষারপাত হয়েছে।
advertisement
8/9
সাধারণ মানুষের জন্য হেল্পলাইন চালু করেছে কাশ্মীরের প্রশাসন। কেউ বিপদে পড়লে সেই হেল্পলাইনে সহায়তার জন্য ফোন করতে পারেন।
advertisement
9/9
বুধবার সকাল, দুপুরেও শ্রীনগরে বৃষ্টি ও তুষারপাত হয়েছে। ফলে জনজীবন বিপর্যস্ত। অনেক জায়গায় লোড শেডিং।