ওলা-তে ডাকাতি, গাড়ির চাবি ছিনিয়ে চালকের স্ত্রী-কে ভিডিও কলে নগ্ন হয়ে নাচের নির্দেশ দুষ্কৃতীদের
Last Updated:
advertisement
1/5

ওলা-তে উঠে চালকের কারসাজিতে বিপাকে পড়েছেন যাত্রীরা ! এহেন ঘটনা প্রায়শই সংবাদ শিরোনামে চোখে পড়ে ৷ কিন্তু বেঙ্গালুরুতে যা ঘটল তা শুনলে চমকে যাবেন ৷
advertisement
2/5
ঘটনার সূত্রপাত শনিবার রাতে ৷ ঘড়ির কাঁটায় তখন ১০.৩০ ৷ আচমকাই বুকিং পেলেন ওলা চালক সোমশেখর ৷ বেঙ্গালুরুর আদুগোড়ি থেকে দোম্মাসান্দ্রা যেতে হবে ৷ লোকেশনে যেতেই তাঁর গাড়িতে উঠে এল চার যাত্রী ৷ এরপরই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা ৷ সোমশেখরের সমস্ত টাকা পয়সা ছিনতাই করে নেয় চার যাত্রী ৷ এরপর তাঁকে এলোপাথাড়ি চর-থাপ্পর মারতে মারতে থাকে ৷ এমনকী, চালকের ফোন থেকে তাঁর স্ত্রীকে ভিডিও কল করে চার দুষ্কৃতী ৷ ভিডিও কলেই সোমশেখরের স্ত্রীকে নগ্ন হওয়ার নির্দেশ দেয় ওই চার যাত্রী ৷ এরপর সেই নগ্ন-ভিডিও কলের ছবি স্ক্রিনশট করে তুলে রাখে তারা ৷
advertisement
3/5
শুধু তাই নয় ৷ সোমশেখরের থেকে গাড়ির চাবি ছিনিয়ে নিয়ে নিজেরাই ড্রাইভ করতে শুরু করে ওই চার দুষ্কৃতী ৷ ওলা চালকের ফোনও কেড়ে নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ৷
advertisement
4/5
আর কি ঘটেছিল সেদিন সোমশেখরের সঙ্গে ? পুলিশকে সে জানায়, ‘আদুগোড়ি থেকে দোম্মাসান্দ্রার দূরত্ব ২২ কিলোমিটার ৷ কিন্তু ১০০ কিলোমিটার ড্রাইভ করে ওই চার দুষ্কৃতী ৷ আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৯হাজার টাকা তুলে নিতে বাধ্য করেন ওই চার দুষ্কৃতী ৷ টাকা না পেলে আমাকে মেরে ফেলার হুমকিও দিয়েছিল তারা ৷ আমি আমার এক আত্মীয়কে পেটিএমে টাকা পাঠাতে বলি ৷ এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা ছাড়াও আমি পেটিএম থেকে ২০হাজার টাকাও দিয়ে দিই তাদের ৷’
advertisement
5/5
কিন্তু এতেও রক্ষে মেলেনি ৷ সোমশেখরকে নিয়ে রামানগ্রা জেলার একটি হোটেলে গিয়ে ওঠে ওই চার দুষ্কৃতী ৷ সেখানে ওয়াশরুমের জানলা দিয়ে পালিয়ে যায় সোমশেখর ৷ এরপরই ছান্নাপাটনা থানায় লিখিত অভিযোগ দায়ের করে সোমশেখর ৷ কিন্তু পুলিশ পৌঁছোনোর আগেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় চার দুষ্কৃতী ৷