সত্তর বছর পর ভারতের মাটিতে জন্মাল চিতা! আজ গোটা দেশে আনন্দের দিন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
cheetah born in india: ৭০ বছর পর এমন ঘটনা ঘটল। ফুটফুটে চারটি চিতা শাবক কেমন আছে? জানাল কুনো পার্ক কর্তৃপক্ষ।
advertisement
1/5

৭০ বছর পর ভারতের মাটিতে জন্মাল চিতা। মধ্যপ্রদেশের শোপুর জেলার কুনো ন্যাশনাল পার্কে জন্ম হল চারটি চিতা শাবকের।
advertisement
2/5
১৯৫২ সালে ভারতে চিতাকে বিলুপ্ত প্রজাতি হিসেবে ঘোষণা করেছিল সরকার। তার পর ৭০ বছর বাদে আবার ভারতে জন্মাল চিতা। আজ দেশে আনন্দের দিন।
advertisement
3/5
নামিবিয়া থেকে ভারতে আনা হয়েছিল চিতা। সেই চিতাদের মধ্যে একটির মৃত্যু হয়েছিল। তার নাম ছিল সাসা। এবার তারই আত্মীয় সিয়া চারটি শাবকের জন্ম দিয়েছে।
advertisement
4/5
কুনো ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ চিতা শাবকদের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে।
advertisement
5/5
কুনো ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, এই চারচি চিতাশাবককে আপাতত নজরে রাখা হবে। তবে তারা পুরোপুরি সুস্থ বলে জানানো হয়েছে। এমনকী তাদের মাও সুস্থ।