advertisement
1/5

নমোর স্বপ্নের ডিজিটাল ইন্ডিয়া ৷ সেই পথেই আরও একধাপ এগোল ভারতীয় রেল ৷ এবার স্টেশনে হোক কিংবা ট্রেন ৷ নগদ না থাকলেও কিনে ফেলুন পছন্দমতন জিনিস ৷ ক্রেডিট কিংবা ডেবিট কার্ড পাঞ্চ করলেই কেল্লাফতে ৷ খুব শীঘ্রই প্রতিটি স্টেশনে আসতে চলেছে এই ব্যবস্থা
advertisement
2/5
আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে এই প্রজেক্ট ৷ শতাব্দী, দুরন্ত এবং রাজধানীর মত বেশ কিছু ট্রেনে এই পরিষেবা থাকবে ৷ পয়েন্ট অফ সেল মারফত সরাসরি হবে এবার খাবার কেনাবেচা ৷
advertisement
3/5
রেলের যাত্রীদের মধ্যে সারাক্ষণই ক্ষোভ থাকে ৷ রেলের ভেন্ডররা খাবারের দাম অতিরিক্ত পরিমাণে নিয়ে থাকেন ৷ জল হোক কিংবা চা ৷ লাগামছাড়া দাম ৷ এক একজন এক একরকমের দাম চেয়ে বসেন ৷ এবার এই সমস্ত সমস্যা থেকেই ছুটকারা পেতে চলেছেন রেল যাত্রীরা ৷
advertisement
4/5
পিওএস(পয়েন্ট অফ সেল)-র মারফত যাত্রীরা খাবার কিনে রেলের অ্যাকাউন্টে সরাসরি টাকা ট্রান্সফার করতে পারবেন ৷ এই পিওস মেশিনটা থাকবে রেলের ভেন্ডারজের কাছেই ৷ তবে, সেক্ষেত্রে নির্ধারিত দামেই জিনিসটি কিনতে পারবেন যাত্রীরা ৷ ভেন্ডরদের অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ থাকবে না ৷
advertisement
5/5
তবে, একটা সমস্যা থাকছেই ৷ পিওএস মেশিন ব্যবহারের জন্য প্রয়োজন হয় ওয়াইফাই কিংবা জিপিএস ৷ তবে, ভারতীয় রেলে সেই ব্যবস্থা নেই ৷ সেক্ষেত্রে মোবাইলের সিমের নেট দিয়েই কাজ চালাতে হবে ৷ সেক্ষেত্রে কিছুটা সমস্যায় পড়তে পারেন যাত্রীরা ৷