TRENDING:

Cheetah | Madhyapradesh: প্রেমিক নিখোঁজ! জঙ্গল ছেড়ে ফেরার সঙ্গীও! দুই চিতার খোঁজে হন্যে বনকর্মীরা, মধ্যপ্রদেশে চরম আতঙ্ক!

Last Updated:
গত সপ্তাহে কিডনির সমস্যার জন্য মৃত্যু হয় নামিবিয়া থেকে আনা চিতা সাশার৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, এদেশে আসার আগে থেকেই সাশার কিডনিতে সমস্যা ছিল৷
advertisement
1/8
প্রেমিক নিখোঁজ! জঙ্গল ছেড়ে ফেরার সঙ্গীও! দুই চিতার খোঁজে নাকাল বনকর্মীরা
মধ্যপ্রদেশ: ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর৷ আফ্রিকার নামিবিয়া থেকে ভারতে আনা হয়েছিল চিতার ৮টি ছানাকে৷ এরা প্রত্যেকেই এখন রয়েছে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে৷ গত মাসে ইতিমধ্যেই তার মধ্যে একটি চিতার মৃত্যু হয়েছে৷ কিন্তু, নতুন করে ৪টি চিতার জন্মও দিয়েছে আরেক জন৷ এর মধ্যেই বিপত্তি৷
advertisement
2/8
নামিবিয়া থেকে আনা তিনটি পুরুষ চিতার নাম যথাক্রমে ফ্রেডি, এলটন ও ওবান৷ ৫টি মেয়ে চিতার নাম সিয়ায়া, আশা, তিবলিসি, সাশা এবং সাভানা৷ এরমধ্যে আশা নাম স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া৷ এই আশাই এখন মাথাব্যথার কারণ বনকর্মীদের৷
advertisement
3/8
আশা ও তার সঙ্গী পুরুষ চিতা ওবানকে গত ১১ মার্চ একসঙ্গে কুনো জাতীয় উদ্যানের একটি সংরক্ষিত জায়গায় ছা়ড়া হয়েছিল৷ জানা গিয়েছে, দিন চারেক আগে সেখান থেকে হঠাৎ করেই পালিয়ে যায় ওবান৷ তন্ন তন্ন করে খুঁজেও ওবানকে খুঁজে পাচ্ছেন না বনকর্মীরা৷
advertisement
4/8
জানা গিয়েছে, গত ২ এপ্রিল, শেষবার ওবানকে মধ্যপ্রদেশের শেওপুর জেলার বিজয়পুর তেহশিলের একটি গ্রামের আশপাশে দেখা গিয়েছিল৷ গ্রামটি কুনো জাতীয় উদ্যান থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে৷ এর মধ্যেই আরেক বিপদ৷
advertisement
5/8
advertisement
6/8
একটা চিতা খুঁজতেই রীতিমতো রাতের ঘুম ছুটেছে বনকর্মীদের৷ তারমধ্যেই গায়েব আরেক৷ ২ টো চিতাই এখন ঘুরে বেড়াচ্ছে কুনো জাতীয় উদ্যানের আশেপাশে৷ কী ভাবে তাদের খোঁজ পাওয়া যাবে, বা পেলেও পাকড়াও করা যাবে, এখন তারই পরিকল্পনা করছেন বনকর্মীরা৷
advertisement
7/8
গত সপ্তাহে কিডনির সমস্যার জন্য মৃত্যু হয় নামিবিয়া থেকে আনা চিতা সাশার৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, এদেশে আসার আগে থেকেই সাশার কিডনিতে সমস্যা ছিল৷
advertisement
8/8
তারপরেই অবশ্য আরেক মহিলা চিতা সিআইয়া ৪টি ফুটফুটে ছানার জন্ম দিয়েছে৷ ছানাদের ভিডিও ট্যুইট করেছেন স্বয়ং কেন্দ্রীয় বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব৷
বাংলা খবর/ছবি/দেশ/
Cheetah | Madhyapradesh: প্রেমিক নিখোঁজ! জঙ্গল ছেড়ে ফেরার সঙ্গীও! দুই চিতার খোঁজে হন্যে বনকর্মীরা, মধ্যপ্রদেশে চরম আতঙ্ক!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল