Fake University: সন্তানের ভবিষ্যতের জন্য বিশ্ববিদ্যালয় খুঁজছেন! ভুলেও এই ইউনিভার্সিটিতে নয়, কারণ ভর্তি ভুয়ো বিশ্ববিদ্যালয়
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Fake University: ভর্তি ভুয়ো বিশ্ববিদ্যালয়, দক্ষিণ ভারতে রয়েছে অনেক বিশ্ববিদ্যালয়, আপনি সেরকম বিশ্ববিদ্যালয় বাছছেন না তো!
advertisement
1/12

: লেখাপড়া একটা মানুষের অনেক গুরুত্বপূর্ণ জিনিস৷ একটা মানুষের কেরিয়ার তৈরির বড় একটা ধাপ৷ তাই যখন কেউ সন্তানের জন্য বিশ্ববিদ্যালয় বাছেন তিনি অনেক কিছু দেখেন সেখানে সঠিক পরিকাঠামো আছে কিনা, সেখানে পড়াশুনোর বিষয় কেমন আছে৷ Photo- Representative
advertisement
2/12
ভারতে একাধিক ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে। ইউজিসি থেকে স্বীকৃতি না পেয়েও তরুণ প্রজন্মের ভর্তি করে তাঁদের কেরিয়ার নিয়ে খেলা করছে৷ এসব বিশ্ববিদ্যালয় সারা দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে রয়েছে৷ সম্প্রতি দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা বিভিন্ন ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে৷ Photo- Representative
advertisement
3/12
বিশ্ববিদ্যালয়ের এই তালিকা প্রকাশ করেছে মঞ্জুরি কমিশন, ইউজিসি। এটি UGC-এর অফিসিয়াল ওয়েবসাইট ugc.gov.in-এ অ্যাক্সেস করা যেতে পারে। মহারাষ্ট্র, কর্নাটক, পুদুচেরি এবং কেরলের মতো ভারতের একাধিক রাজ্যে অনেক নকল বিশ্ববিদ্যালয় রয়েছে। Photo- Representative
advertisement
4/12
সারা দেশে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া৷ কিছু বিশ্ববিদ্যালয় সিইউটি ইউজি ফলাফল প্রকাশের পরে ভর্তি প্রক্রিয়া শুরু করবে, আবার কিছু জায়গায় ইতিমধ্যে ভর্তির ফর্ম প্রকাশ করেছে। যে কোনও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে সেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে সঠিক গবেষণা করে নিন। এতে আপনার কেরিয়ার নষ্ট হওয়া থেকে বাঁচবে। যে কোনও ভুয়ো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাস করলে পরবর্তী কেরিয়ারে ব্যাপক ক্ষতি হতে পারে (UP Fake University List)। Photo- Representative
advertisement
5/12
দক্ষিণ ভারতে নকল বিশ্ববিদ্যালয়: দক্ষিণ ভারতের ৯টি নকল বিশ্ববিদ্যালয় চিহ্নিত হয়েছে৷ দক্ষিণ ভারত তাঁর সংস্কৃতি এবং সেখানের বিভিন্ন রাজ্যগুলির দারুণ সাক্ষরতার হারের জন্য প্রসিদ্ধ৷ Photo- Representative
advertisement
6/12
ইউজিসি দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যের এমন ৯টি বিশ্ববিদ্যালয়ের তালিকা তৈরি করেছে, যেগুলি জাল। এগুলিতে ভর্তির মাধ্যমে, আপনি কেবল উচ্চশিক্ষায় সমস্যার মুখোমুখি হবেন না, আপনি চাকরি ক্ষেত্রেও বড় অসুবিধার শিকার হতে পারেন। Photo- Representative
advertisement
7/12
অন্ধ্রপ্রদেশ জাল বিশ্ববিদ্যালয়: অন্ধ্রপ্রদেশ১- ক্রাইস্ট নিউ টেস্টামেন্ট ডিমড ইউনিভার্সিটি, #৩২-৩২-২০০৩, ৭তম লেন, কাকুমানুভারিথো, গুন্টুর, অন্ধ্র প্রদেশ - ৫২২০০২। একই ইউনিভার্সিটির আরেকটি ঠিকানা আছে, ক্রাইস্ট নিউ টেস্টামেন্ট ডিমড ইউনিভার্সিটি, ফিট নং ৩০১, গ্রেস ভিলা অ্যাপার্টমেন্ট, ৭/৫, শ্রীনগর, গুন্টুর, অন্ধ্রপ্রদেশ-৫২২০০২ Photo- Representative
advertisement
8/12
২- অন্ধ্র প্রদেশ বাইবেল ওপেন ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া, হাউস নং ৪৭-৩৫-২৬, এনজিও কলোনি, বিশাখাপত্তনম, অন্ধ্র প্রদেশ-৫৩০০১৬ Photo- Representative
advertisement
9/12
কর্ণাটক জাল বিশ্ববিদ্যালয়: কর্ণাটক১- বদগাওভি সরকারি বিশ্ব উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষা সমিতি, গোকাক, বেলাগাভি Photo- Representative
advertisement
10/12
কেরল জাল বিশ্ববিদ্যালয়: কেরল১- সেন্ট জনস ইউনিভার্সিটি, কিষানাত্তম, কেরল ২- কেরল ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ প্রফেটিক মেডিসিন (IIUPM), কুন্নামঙ্গলম, কোঝিকোড, কেরল- ৬৭৩৫৭১ Photo- Representative
advertisement
11/12
মহারাষ্ট্র ফেক বিশ্ববিদ্যালয়: মহারাষ্ট্র১- রাজা আরবি বিশ্ববিদ্যালয়, নাগপুর, মহারাষ্ট্র Photo- Representative
advertisement
12/12
পুদুচেরি ফেক বিশ্ববিদ্যালয়: পুদুচেরি১- শ্রী বোধি একাডেমি অফ হায়ার এডুকেশন, নং ১৮৬, থিলাসপেট, ভাজুথাভুর রোড, পুদুচেরি- ৬০৫০০৯ Photo- Representative