TRENDING:

প্রতারণার শিকার RBI, প্রতারক ব্যাঙ্ক নকল নোটে দিল ১.৫ কোটি টাকা! কীভাবে হল এই জালিয়াতি জানলে চমকে উঠবেন

Last Updated:
এবার ব্যাঙ্ক জালিয়াতির শিকার খোদ রিজার্ভ ব্যাঙ্ক ৷
advertisement
1/4
প্রতারণার শিকার RBI, প্রতারক ব্যাঙ্ক নকল নোটে দিল ১.৫ কোটি টাকা!
ব্যাঙ্ক প্রতারণার রমরমায় এখন প্রায় ডাল ভাতের মতোই সাধারণ ঘটনা হয়ে গিয়েছে প্রতারণা ৷ প্রতিদিনই গোটা দেশে গড়ে অন্তত শ’খানেক ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা ঘটে ৷ কখনও শোনা যায় ব্যাঙ্ক গ্রাহকের অ্যাকাউন্ট সাফ করে দিয়েছে প্রতারক তো কখনও ব্যাঙ্ককেই চুনা লাগিয়ে হাজার কোটি টাকা নিয়ে চম্পট দেয় গ্রাহক ৷ তবে এবার ব্যাঙ্ক জালিয়াতির শিকার খোদ রিজার্ভ ব্যাঙ্ক ৷
advertisement
2/4
সামনে এসেছে এমনই এক খবর ৷ প্রতারণার শিকার হয়েছে আরবিআই ৷ আরও আশ্চর্যজনক তথ্য উঠে এসেছে তদন্তে, যে প্রতারক আর কেউ নয় অনুমোদন প্রাপ্ত ও স্বীকৃত ব্যাঙ্ক ৷ জানা গিয়েছে, ব্যাঙ্কের তরফে নোট বন্দির সময় অচল ৫০০ ও হাজার টাকার নকল নোটে জমা পড়েছে ৷ লখনউ চেস্টে নোট পরীক্ষা করে এই দেড় কোটি টাকা মূল্যের নকল নোট উদ্ধার হয়েছে ৷ দায়ের অভিযোগ ৷
advertisement
3/4
ঘটনার তদন্তে নেমেছে ফরেনসিক সায়েন্স ল্যাব ৷ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রঞ্জনা মারভি জানিয়েছেন, রিজার্ভ ব্যাঙ্কের কারেন্সি চেস্টে ১৫,৪৩৬টি নকল নোট জমা দিয়েছে বিভিন্ন ব্যাঙ্ক ৷ অক্টোবর ২০১৭ থেকে মার্চ ২০১৮, এই সময়ের মধ্যে ওই নোটগুলি জমা দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে ৷
advertisement
4/4
রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে খবর, নকল নোট গুলির মধ্যে ৯,৭৫৩টি পুরনো ৫০০ টাকার নকল নোট এবং ৫,৭৮৩টি হাজার টাকার নকল নোট জমা দেওয়া হয়েছে ৷ নোটগুলি কারা জমা দিয়েছে তা জানতে চলছে তদন্ত ৷ শুধু ফরেনসিক ল্যাবই নয়, এই ঘটনার তদন্ত করছে পুলিশও ৷ তবে রিজার্ভ ব্যাঙ্কও প্রতারণার শিকার এ খবর সবাইকেই চমকে দিয়েছে ৷
বাংলা খবর/ছবি/দেশ/
প্রতারণার শিকার RBI, প্রতারক ব্যাঙ্ক নকল নোটে দিল ১.৫ কোটি টাকা! কীভাবে হল এই জালিয়াতি জানলে চমকে উঠবেন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল