El Nino In India: তাণ্ডবে ঘি ঢালছে ধেয়ে আসা ‘এল নিনো’, ছারখার হতে পারে দেশ, সতর্কতা বিজ্ঞানীদের
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
El Nino In India: ভারতীয় উপমহাদেশ এলাকায় বসন্ত ও শীত কালে এমন ঘটনা বারংবার ঘটতে পারে৷
advertisement
1/5

‘এল নিনো’-এর প্রভাব কতটা ক্ষতিকর হতে পারে, এ বারে তার উদাহরণ দেখেছে দেশ৷ উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে দক্ষিণ ভারতে, বিশেষত তামিলনাড়ুতে যে প্রবল বৃষ্টিপাত হয়েছে, তার পিছনে কাজ করেছে এল নিনোর প্রভাব৷ এমনটাই মনে করছেন বিজ্ঞানীরা৷ (ছবি-এপি)
advertisement
2/5
বিজ্ঞানীরা বলেছেন, গত ১৮ ডিসেম্বর তামিলনাড়ুর একধিক স্থানে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে৷ শুধুমাত্র মৌসুমী বায়ুর প্রভাবে এই ঘটনা ঘটেছে, তেমনটা কিন্তু নয়৷ বরং মধ্যে কাজ করেছে এল নিনো৷ আর তাতেই তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি৷
advertisement
3/5
El Nino Southern Oscillation Phenomenon-এর অন্তর্গত এই এল নিনো ছিল সাধারণ বাতাসের থেকে অনেকটা বেশি গরম৷ সেই কারণে উত্তর-পূর্ব মৌসুমী বায়ুকে এটি আরও প্রভাবিত করেছে৷
advertisement
4/5
একেই ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্তের মতো পরিস্থিতি দক্ষিণভারতের ওই এলাকায় বৃষ্টির জন্য প্রয়োজনীয় জলীয়বাস্পের সরবরাহ করছিল৷ তার মধ্যেও এটি এসেছে৷ ফলে বিপদ বেড়েছে৷ কারণ, এই ঘূর্ণিঝড়ের পরেও এর বাতাসে ঢুকতে থেকে জলীয় বাস্প৷ ছবি - এপি
advertisement
5/5
এর পর বিজ্ঞানীরা পুরো পরিস্থিতির উপর নজর রেখে দেখেছি, ভারতীয় উপমহাদেশ এলাকায় বসন্ত ও শীত কালে এমন ঘটনা বারংবার ঘটতে পারে৷ এল নিনোর প্রভাবে ভারতের বিভিন্ন অংশে এই দুই সময়ে ঘাতক বৃষ্টির তাণ্ডব চলতে পারে৷