ED Raid: বাংলোয় টাকার পাহাড়! ৮ ঘণ্টা ধরে ৪টে মেশিন দিয়েও টাকা গুনতে হিমশিম ইডি আধিকারিকদের! কত মিলল জানেন?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
ED Raid in Bihar: ফের দেশে উদ্ধার হল টাকার পাহাড়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযানে হদিস মিলল বিপুল পরিমাণ টাকার হদিস মিলল। ঘটনাটি ঘটেছে বিহারে।
advertisement
1/4

বিহারের পাটনায়, সরকারি ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে এই টাকা উদ্ধার করা হয়েছে। ইডি আধিকারিকরা ৮ ঘণ্টা ধরে গুনেও শেষ করতে পারেননি টাকা গোনা। ৪টে মেশিন আনা হয় টাকা গুনতে। তবে মোট কত টাকা পাওয়া গেল তা অবশ্য জানা যায়নি। প্রতীকী ছবি
advertisement
2/4
রবিবার আবার সকাল থেকেই শুরু হয়েছে টাকা গোনা। বিপুল টাকা ঘুষের বিনিময়ে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিহারের পাটনা৷ প্রতীকী ছবি
advertisement
3/4
সংবাদমাাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সরকারি আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী অভিযান চলছে। এই অভিযানেই কোটি কোটি টাকা উদ্ধার করা হয়। প্রতীকী ছবি
advertisement
4/4
পাটনার নির্মাণ বিভাগের মুখ্য প্রযুক্তিবিদের বাড়ি থেকে এই টাকা উদ্ধার হওয়ার পরেই শোরগোল পড়ে গিয়েছে বিহারে। কী ভাবে এই টাকা ওই প্রযুক্তিবিদের বাড়িতে এল সেই নিয়ে খোঁজ চালাচ্ছে পুলিশ। প্রতীকী ছবি