ভারতীয় সেনায় যোগ দিতে চয়েছিলেন সুষমা, কিন্তু এই নিয়মের জেরেই অপূর্ণ রয়ে গেল স্বপ্ন
Last Updated:
অসাধারণ রাজনৈতিক নেতা, সুবক্তা এবং ব্যতিক্রমী সংসদ সুষমা স্বরাজ রাজনীতি নয় যোগ দিতে চেয়েছিলেন ভারতীয় সেনায় ৷
advertisement
1/6

প্রয়াত সুষমা স্বরাজ। মঙ্গলবার রাতে দিল্লির এইমসে শেষ বিজেপি নেত্রীর জীবন। কাশ্মীর নিয়ে মোদি সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত। আজ বিকেলে শেষযাত্রা সুষমা স্বরাজের। দুপুরে বাসভবন থেকে দেহ নিয়ে যাওয়া হবে বিজেপির সদর কার্যালয়ে। বিকেলে লোধি রোডের শ্মশানে শেষকৃত্য। ভারতীয় রাজনীতির হঠাৎ সুষমা-অধ্যায়ের সমাপ্তিতে শোকের ছায়া।
advertisement
2/6
অসাধারণ রাজনৈতিক নেতা, সুবক্তা এবং ব্যতিক্রমী সংসদ সুষমা স্বরাজ রাজনীতি নয় যোগ দিতে চেয়েছিলেন ভারতীয় সেনায় ৷ কিন্তু তার এই স্বপ্ন পূরণ হয়নি ৷ কারণ সেই সময় সেনায় মহিলারা সেনায় যোগ দিতে পারতেন না ৷ হরিয়ানার অম্বালা জেলায় জন্ম হয়েছিল সুষমা স্বরাজের ৷
advertisement
3/6
১৯৭০ সালে অখিল ভারতীয় বিদার্থী পরিষদ থেকে নিজের রাজনৈতিক কেরিয়ার শুরু করেছিলেন সুষমা ৷ জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে আন্দোলনেও যোগ দেন ৷১৯৭৭ ও ৮৭ সালে অম্বালা থেকে বিধায়ক হয়েছিলেন তিনি ৷ ১৯৯০ থেকে ৯৬ রাজ্যসভার সদস্য ছিলেন ৷
advertisement
4/6
১৯৯৬ সালে দক্ষিণ দিল্লি কেন্দ্র থেকে জিতে লোকসভায় পা রাখেন সুষমা স্বরাজ। অটল বিহারী বাজপেয়ীর ১৩ দিনের সরকারে সুষমা ছিলেন তথ্য-সম্প্রচারমন্ত্রী ৷ ১৯৯৮ সালে কেন্দ্রীয় মন্ত্রিসভা ছেড়ে সুষমা স্বরাজ হন দিল্লির মুখ্যমন্ত্রী। দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। মূল্যবৃদ্ধির কাঁটা-পেঁয়াজের ঝাঁঝে ৫২ দিনেই অবশ্য সেই সরকার পড়ে যায় ৷
advertisement
5/6
সুষমা স্বরাজ তারপর থেকে ফের সংসদীয় রাজনীতিতে। কখনও স্বাস্থ্যমন্ত্রী। কখনও লোকসভার বিরোধী দলনেতা। কখনও আবার বিদেশমন্ত্রী।
advertisement
6/6
বিদেশমন্ত্রককে সুষমা দিয়েছিলেন মানবিক মুখ। যখনই এ দেশের কোনও নাগরিক বিদেশে কাজ করতে গিয়ে আটকে পড়েছেন, সঙ্গে সঙ্গে ঝাঁপিয়েছেন সুষমা। যেন বিদেশমন্ত্রী নন। একেবারে ঘরের মানুষ।