'কনফার্ম ডেথ'...! ৮০ মৃতদেহের DNA ম্যাচ সম্পন্ন, কবে নিতে আসবেন? উত্তরে যা জানাচ্ছে পরিবার!
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
DNA Test Match: আহমেদাবাদের ভয়াবহ প্লেন ক্র্যাশের পর একজন যাত্রী ছাড়া কোনও যাত্রীরই বেঁচে থাকার ইঙ্গিত মেলেনি। তবুও পরিবারের পরিজনের মনে শুধু অধীর অপেক্ষা কোনও রকম 'মিরাক্কেলের'। যদি কোনও ভাবে বেঁচে যান সেই কাছের প্রিয় মানুষটি!
advertisement
1/7

আহমেদাবাদের ভয়াবহ প্লেন ক্র্যাশের পর একজন যাত্রী ছাড়া কোনও যাত্রীরই বেঁচে থাকার ইঙ্গিত মেলেনি। তবুও পরিবারের পরিজনের মনে শুধু অধীর অপেক্ষা কোনও রকম 'মিরাক্কেলের'। যদি কোনও ভাবে বেঁচে যান সেই কাছের প্রিয় মানুষটি!
advertisement
2/7
মৃত্যুই হয়েছে নিশ্চিত হতে শুরু হয়েছে মৃতদেহগুলির ডিএনএ-পরীক্ষা। ইতিমধ্যেই রবিবার রাতের দেওয়া বিবৃতি বলছে এখনও পর্যন্ত ৮০ জনের মৃত্যু নিশ্চিত করা গিয়েছে ডিএনএ টেস্টের মাধ্যমে।
advertisement
3/7
এখনও পর্যন্ত ৩৩টি মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। দুটি পরিবার রবিবার রাতে পৌঁছবে বলে আশা করা হচ্ছে, এবং ১৩টি পরিবার আগামিকাল, সোমবার আসবে মৃতদেহ নিতে।
advertisement
4/7
একইসঙ্গে ১১টি পরিবার একাধিক সদস্যকে হারিয়েছে, তাই তাঁরা একসঙ্গে প্রিয়জন সকলের মৃতদেহ সংগ্রহ করবে বলেও সরকারি সূত্রে খবর।
advertisement
5/7
২১টি পরিবার জানিয়েছে যে তাঁরা তাঁদের আত্মীয়দের সঙ্গে কথা বলবে এবং কর্তৃপক্ষকে জানাবে কখন তাঁরা মৃতদেহ সংগ্রহ করতে আসবেন।
advertisement
6/7
স্থান অনুসারে বিভাজন:• আহমেদাবাদ: ১২• বডোদরা: ৫• খেদা: ২• বোটাদ: ১
advertisement
7/7
• উদয়পুর: ১• মেহসানা: ৪• যোধপুর: ১• আরাবল্লি: ১• আনন্দ: ৪• ভারুচ: ২