Diwali 2021 at Kamakhya Temple: সতীপীঠ কামাখ্যায় সাড়ম্বরে দীপাবলি পালন, মন্দির সেজেছে হাজার হাজার প্রদীপে! দেখুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
দীপাবলির রাতে হাজার হাজার প্রদীপে সাজানো হয়েছে গোটা মন্দির চত্বর। প্রতি বছরই এই দিনে দেবী কামাখ্যা, লক্ষ্মী ও কুবেরের পুজো করা হয় এই মন্দিরে (Diwali 2021 at Kamakhya Temple)।
advertisement
1/9

কালীপুজো ও দীপাবলি উপলক্ষে সতীপীঠ অসমের কামাখ্যা মন্দিরে সকাল থেকেই ভক্তদের ঢল নেমেছে (Diwali 2021 at Kamakhya Temple)। এবারের পুজো হচ্ছে করোনা বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে (Diwali 2021 at Kamakhya Temple)।
advertisement
2/9
দীপাবলির রাতে হাজার হাজার প্রদীপে সাজানো হয়েছে গোটা মন্দির চত্বর। প্রতি বছরই এই দিনে দেবী কামাখ্যা, লক্ষ্মী ও কুবেরের পুজো করা হয় এই মন্দিরে (Diwali 2021 at Kamakhya Temple)।
advertisement
3/9
নীলাচল পাহাড়ে মন্দিরের এই রূপ দেখতে দূর দূর থেকে ভক্তদের সমাগম হয়। রীতি মেনেই গোটা মন্দিরকে প্রদীপের আলোয় মুড়ে ফেলা হয়েছে।
advertisement
4/9
সবকিছু মেনে মায়ের পূজা-অর্চনা যেমন হয়, ঠিক তেমনই ভিড় জমান কামাখ্যা মন্দিরে বহু মানুষ। এদিনও সেই ছবিই ধরা পড়েছে মন্দির চত্বরে।
advertisement
5/9
দীপান্বিতা অমাবস্যার রাতে কামাখ্যা মন্দিরে ভক্তদের ভিড় হওয়া নতুন কিছু নয়। যদিও এবারের দীপান্বিতা অমাবস্যা বা দীপাবলি প্রত্যেকবারের থেকে অনেকটাই আলাদা। করোনার কারণে এ বছর অনেক কিছুই বদলে গিয়েছে।
advertisement
6/9
সকালে মঙ্গল আরতির পর মাকে নিয়ম-আচার মেনে ভোগ দেওয়া এবং পূজা-অর্চনা করা হয়। ভক্তরাও নিজেদের মনস্কামনা মাকে জানিয়ে পুজো দিয়ে থাকেন।
advertisement
7/9
অসমের রাজধানী গুয়াহাটির পশ্চিমে নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা মন্দির। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ তীর্থস্থান। সতীর ৫২ পীঠের মধ্যে অন্যতম কামাখ্যা।
advertisement
8/9
এখানে দেবীর যোনি পড়েছিল বলে ভক্তমনে বিশ্বাস। প্রতি বছর দেবী এখানে ঋতুমতী হন বলেও মনে করা হয়। সেই সময় দেবীর দর্শন বন্ধ থাকে। তখনই অনুষ্ঠিত হয় অম্বুবাচী মেলা।
advertisement
9/9
এই মন্দির চত্বরে দশমহাবিদ্যার মন্দিরও আছে। এই মন্দিরগুলিতে দশমহাবিদ্যা অর্থাৎ ভুবনেশ্বরী, বগলামুখী, ছিন্নমস্তা, ত্রিপুরাসুন্দরী, তারা, কালী, ভৈরবী, ধূমাবতী, মাতঙ্গী এবং কমলা এই দশ দেবীর মন্দির রয়েছে। তার মধ্যে ত্রিপুরাসুন্দরী, মাতঙ্গী এবং কমলা প্রধান মন্দিরে পূজিত হন। অন্যান্য দেবীদের জন্য পৃথক মন্দির আছে। হিন্দুদের বিশেষত তন্ত্রসাধকদের কাছে এই মন্দির একটি পবিত্র তীর্থ।