TRENDING:

Natural Calamities in India: বারেবারে প্রাকৃতিক বিপর্যয়,কেড়েছে ঘর, মেরেছে মানুষ

Last Updated:
advertisement
1/8
Natural Calamities in India: বারেবারে প্রাকৃতিক বিপর্যয়,কেড়েছে ঘর, মেরেছে মানুষ
প্রকৃতির রোষের কাছে চিরকালই অসহায় মানুষ । প্রতি বছরই বিভিন্ন দুর্যোগের কারণে মৃত্যু হয় বহু মানুষের, ক্ষতিগ্রস্ত হয় রাস্তাঘাট,ঘরবাড়ির। ব্যহত হয় স্বাভাবিক জনজীবন । (ছবি: সংগৃহীত)
advertisement
2/8
২০১৮ সালেও বেশ কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করেছে ভারত । (ছবি: সংগৃহীত)
advertisement
3/8
বর্ষার আগমনের সঙ্গে সঙ্গেই প্রবল বন্যার মুখে পড়ে উত্তর-পূর্বের রাজ্যগুলি । অসমের হোজাই, করিমগঞ্জ, হাইলাকান্দি ও কাচার সহ বেশ কয়েকটি জেলা সর্বাধিক ক্ষতির মুখে পড়ে । অসমের বন্যায় মৃত্যু হয়েছিল প্রায় ৩০০ মানুষের, ক্ষতির মুখে পড়েন প্রায় ১০ লক্ষ মানুষ । (ছবি: সংগৃহীত)
advertisement
4/8
চলতি বছরের ১৪ জুলাই শতাব্দীর ভয়াবহতম বন্যার কবলে পড়ে কেরল । ইদুক্কি, পালাক্কাড, আলাপ্পুজা সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে । আটটি জেলায় জরুরি অবস্থার কথা ঘোষণা করা হয় । সমগ্র রাজ্য জুড়ে তৈরি হয় ২৭৮টি ত্রাণ শিবির । ইদুক্কি, এর্নাকুলাম, কোট্টায়ম ও আলাপপুজায় প্রবল বৃষ্টির সঙ্গে চলতে থাকে ভূমিধ্বসও । কেরলের বন্যায় মৃত্যু হয়েছে প্রায় ৫০০জনের । (ছবি: সংগৃহীত)
advertisement
5/8
এ বছরে ২ অগস্ট বৃষ্টি ও বজ্রপাতের কারণে উত্তর-প্রদেশে প্রায় ১০৯ জনের মৃত্যু হয় । ৫ সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী ১৭ টি গ্রাম মিলিয়ে ক্ষতির শিকার হয়েছেন প্রায় ৩২,০০০ মানুষ । ৩২টি ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হন ১২,০০০ জন । (ছবি: সংগৃহীত)
advertisement
6/8
কেরলের পাশাপাশি বন্যা কবলিত হয় কর্ণাটকও । অগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে পশ্চিমঘাট পর্বতমালায় ভারি বৃষ্টির কারণে বন্যা কবলিত হয়ে পড়ে কর্ণাটক । বন্যার সঙ্গে চলে ভূমিধ্বসও । ভূমিধ্বসের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কর্ণাটকের কোডাগু জেলা । (ছবি: সংগৃহীত)
advertisement
7/8
৩ সেপ্টেম্বর বন্যা পরিস্থিতি ঘোষণা করা হয় নাগাল্যান্ডে । গৃহহারা হন প্রায় ৩,০০০ স্থানীয় বাসিন্দা। জুলাই থেকে শুরু হয়েছিল ভূমিধ্বসও । মৃত্যু হয় একাধিক মানুষের । (ছবি: সংগৃহীত )
advertisement
8/8
১১ অক্টোবরে ওড়িশা ও অন্ধ্র উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় তিতলি । প্রবল ঘূর্ণিঝড়ের কারণে বিপর্যস্ত হয়ে পড়ে সড়ক ও যোগাযোগ ব্যবস্থা । দুই জেলা মিলিয়ে মৃত্যু হয় প্রায় ২৪ জনের । অন্ধ্রে প্রায় ৯,০০০ বাড়ি ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয় । এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয় নি অন্ধ্রে । ৩৫৬টি গ্রামে এখনও বন্ধ বিদ্যুৎ সরবরাহ । (ছবি: সংগৃহীত)
বাংলা খবর/ছবি/দেশ/
Natural Calamities in India: বারেবারে প্রাকৃতিক বিপর্যয়,কেড়েছে ঘর, মেরেছে মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল