India Covid-19 Updates|| একধাক্কায় অনেকটা কমল পজিটিভিটি রেট! ২৪ ঘন্টায় দেশে আক্রান্ত ২,৫৫,৮৭৪, বাড়ল মৃত্যু
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
India Covid-19 Updates: দেশে করোনা আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় অনেকটা কমল। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২ লক্ষ ৫৫ হাজার ৮৭৪। সোমবারের তুলনায় সংখ্যাটা শতাংশের হিসেবে ১৫.৫২ শতাংশ কম।
advertisement
1/7

*দেশে করোনা আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় অনেকটা কমল। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২ লক্ষ ৫৫ হাজার ৮৭৪। সোমবারের তুলনায় সংখ্যাটা শতাংশের হিসেবে ১৫.৫২ শতাংশ কম। যদিও তা নিয়েও উদ্বেগ কমার কোনও অবকাশ নেই। ফাইল ছবি।
advertisement
2/7
*সোমবার সংক্রামিত হয়েছিলেন ৩ লক্ষ ৬ হাজার ৬৪ জোন। অর্থাৎ, ৫১ হাজার কম সংক্রামিতের সংখ্যা। গতকাল যেখানে দৈনিক পজিটিভিটি রেট ছিল ২০.৭৫ শতাংশ। সেখানে আজ তা কমে দাঁড়িয়েছে ১৫.৫২ শতাংশ। ফাইল ছবি।
advertisement
3/7
*পরিসংখ্যান অনুযায়ী, দিল্লি এবং বাংলায় বেশ খানিকটা কমেছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে ৬১৪ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। ফাইল ছবি।
advertisement
4/7
*তবে আশার আলো জাগাচ্ছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায়দেশে করোনামুক্ত হয়েছেন ২,৬৭,৭৫৩ জন। শতাংশের হিসেবে ৯৩.১৫ শতাংশ। সব মিলিয়ে ২৫ জানুয়ারি পর্যন্ত দেশে করোনামুক্ত হয়েছেন ৩,৭০,৭১,৮৯৮ জন। ফাইল ছবি।
advertisement
5/7
*সংবাদ সংস্থা ANI-সূত্রে খবর, আজ সকাল ১০.৩০ মিনিটে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য ৯ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন। বৈঠকে থাকবেন জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, দিল্লি, লাদাখ, উত্তর প্রদেশ এবং চণ্ডীগড়ের স্বাস্থ্যমন্ত্রী। ফাইল ছবি।
advertisement
6/7
*দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ২২,৩৬,৮৪২। তবে মানুষ যেভাবে ঝড়ের গতিতে আক্রান্ত হচ্ছেন, সেরেও উঠছেন প্রায় সেই একই গতিতে। সুস্থতার হার যথেষ্টই আশাপ্রদ। ফাইল ছবি।
advertisement
7/7
*উল্লেখ্য, মঙ্গলবার দেশে করোনা টিকা নেওয়ার গন্ডি ১৬২.৯২ কোটি অতিক্রম করেছে। অর্থাৎ, দেশের জনসংখ্যার মধ্যে ১৬২.৯২ কোটি মানুষ ইতিমধ্যেই টিকা নিয়েছেন। ফাইল ছবি।