Dhirendra Shastri-Jaya Kishori: জয়া কিশোরীকেই কি বিয়ে করছেন বাগেশ্বর মহারাজ? অকপট ধীরেন্দ্র শাস্ত্রী
- Published by:Siddhartha Sarkar
- Written by:Trending Desk
Last Updated:
Dhirendra Shastri-Jaya Kishori marriage rumours: সম্প্রতি ধীরেন্দ্র শাস্ত্রী তাঁর ঐশ্বরিক আদালতের জন্য সংবাদ শিরোনামে উঠে এসেছেন। এদিকে জয়া কিশোরীও একজন বিখ্যাত ‘মোটিভেশনাল স্পিকার’, মানুষের মনকে উজ্জ্বীবিত করাই তাঁর কাজ।
advertisement
1/7

ছতরপুরের বাগেশ্বর ধামের পীঠাধীশ পণ্ডিত ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী কি সত্যিই জয়া কিশোরীকে বিয়ে করতে চলেছেন? দুজনের বিয়ের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। এক সাক্ষাৎকারে ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী জানিয়েছেন এর সত্যতা সম্পর্কে। সম্প্রতি ধীরেন্দ্র শাস্ত্রী তাঁর ঐশ্বরিক আদালতের জন্য সংবাদ শিরোনামে উঠে এসেছেন। এদিকে জয়া কিশোরীও একজন বিখ্যাত ‘মোটিভেশনাল স্পিকার’, মানুষের মনকে উজ্জ্বীবিত করাই তাঁর কাজ।
advertisement
2/7
জয়া কিশোরীর সঙ্গে বিয়ের বিষয়ে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী সাফ জানিয়েছে, 'এই গুজবে আমরা খুব রেগে গিয়েছিলাম। আমরা একটি লিখিত বিবৃতিও দিয়েছিলাম যে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ আসলে খ্যাতি থাকলে খ্যাতির বিড়ম্বনাও তৈরি হবে। পণ্ডিত ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী মাত্র ২৬ বছর বয়সেই প্রচুর খ্যাতি এবং নাম অর্জন করে ফেলেছেন। দেশের গণ্ডি ছাড়িয়ে তিনি বিদেশেও চর্চিত।
advertisement
3/7
কিন্তু ধীরেন্দ্র-জয়ার বিবাহের গুজব সত্যি কি না তা নিয়ে দ্বন্দ্ব ছিলই। গত কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় এমন খবর ছড়িয়ে পড়েছে যে, দু’জনে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী নিজেই এই বিষয়ে সত্যতা জানিয়েছেন।
advertisement
4/7
ধীরেন্দ্র শাস্ত্রীকে তাঁর বিয়ে নিয়ে বহুবার প্রশ্ন করা হয়েছে, প্রতিবারই খোলামেলা জবাব দিয়েছেন তিনি। জয়া কিশোরীকে বিয়ের কথা পুরোপুরি নাকচ করে দিয়েছেন তিনি। আসলে ধীরেন্দ্র শাস্ত্রী এবং জয়া কিশোরীর বিয়ের ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
advertisement
5/7
জয়া কিশোরীর সঙ্গে বিয়ের গুজবের জবাবে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী সরাসরি ‘মিথ্যা’ বলে জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘এটা ভুল ও মিথ্যা। এমন কোনও সম্পর্ক আমাদের নেই।’
advertisement
6/7
ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী তাঁর ঐশ্বরিক আদালত বা ‘দিব্য দরবার’-এর জন্য সংবাদ শিরোনামে উঠে আসছেন। কেউ তাঁর সমালোচনা করছেন আবার কেউ তাঁর কাজের প্রশংসাও করছেন। ছত্তিসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেল তাঁর কাজকর্মের নিন্দা করেছেন। ধীরেন্দ্রর কাণ্ডকারখানাকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন প্রয়াগরাজের মাঘ মেলার দণ্ডী সাধুরাও। কিন্তু তাতে কী! ধীরেন্দ্র-ভক্তের সংখ্যা লক্ষখানেকের বেশি। ফলে তাঁকে নিয়ে চর্চাও জোরদার। এরই মধ্যে ছড়িয়ে পড়েছিল বিয়ের খবর।
advertisement
7/7
জ্যোতিষ পীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দও ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর সমালোচনা করেছেন। তিনি সরাসরি চ্যালেঞ্জ করে বলেন, ক্ষমতা থাকলে জোশীমঠে ফাটল বন্ধ করে দেখান। উত্তরাখণ্ডের জোশীমঠ এলাকায় ভূমি ফাটলের ভয়াবহ ক্ষতির মুখে।