Delhi Rain : মাটি গিলে ফেলল আস্ত গাড়ি! ছবি তুলতে গিয়ে মৃত যুবক! প্রলয় বৃষ্টি রাজধানীতে...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Delhi Rain : সোমবার সকালে শুরু হয় প্রবল বৃষ্টি। টানা বৃষ্টিতে নাজেহাল মানুষের জীবন। বৃষ্টিতে যানজট হয় শহরে। ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা।
advertisement
1/6

ব্যাপক বৃষ্টিতে (Rain) জেরবার দিল্লিবাসী। একাধিক জায়গা জলমগ্ন। সোমবার সকালে শুরু হয় প্রবল বৃষ্টি। টানা বৃষ্টিতে নাজেহাল মানুষের জীবন। বৃষ্টিতে যানজট হয় শহরে। এমন দুর্যোগে মারাত্মক ঘটনার সাক্ষী থাকল দিল্লি (Delhi)। মাটির তলায় ঢুকে গেল একটি গাড়ি।
advertisement
2/6
ঘটনার কিছুক্ষণের মধ্যেই স্থানীয় এলাকায় ভিড় জমে যায়। রাস্তা ধসে যাওয়ার কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ। পরে ক্রেনের সাহায্যে রাস্তায় তুলে আনা হয় ওই গাড়ি। দিল্লির দ্বারকা সেক্টর ১৮ তে এই ঘটনা ঘটেছে।
advertisement
3/6
প্রবল বৃষ্টিতে দিল্লির বিভিন্ন এলাকা ভাসছে। নানা জায়গা তছনছ হয়ে যায় টানা বৃষ্টিতে। আর এতেই ধসে যায় দ্বারকা সেক্টর ১৮ কাছের একটি রাস্তা। মাটির নীচে ঢুকে যায় আস্ত একটি গাড়ি। পূর্ত দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যাপক দুর্যোগের কারণেই রাস্তা ধসে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।
advertisement
4/6
জানা গিয়েছে, মাটির তলায় গাড়িটি ঢুকে গেলেও কেউ আহত হয়নি। প্রগতি ময়দান, পালাম, রোহতক রোড, কিষাণগঞ্জ, কিরারি-সহ দিল্লির একাধিক এলাকা এখনও জলমগ্ন রয়েছে। দ্রুত গতিতে জল সরানোর কাজ চলছে।
advertisement
5/6
সোমবার সকালে রাজধানী জুড়ে শুরু হয় প্রবল বৃষ্টি (Rain)। টানা বৃষ্টিতে নাজেহাল মানুষের জীবন।এমন কঠিন পরিস্থিতিতে জলে ডুবে মৃত্যু হয় এক যুবকের। যুবকের নাম রবি চৌতলা।
advertisement
6/6
জমে থাকা জলের ছবি তুলতে গিয়েছিল রবি। একটি আন্ডারপাসের তলায় ডুবে যায় সে। ঘটনাস্থলে মৃত্যু হয় ২৭ বছর বয়সি যুবকের।ঘটনাটি ঘটেছে প্রহ্লাদপুরে। পুলিশ তৎক্ষণাৎ পৌঁছলেও বাঁচানো যায়নি ওই যুবককে। প্রশাসনের তরফে বাড়ানো হয়েছে সতর্কতা।