TRENDING:

বিয়েতে আপনি কত জন নিমন্ত্রণ করবেন, বলে দেবে সরকার !

Last Updated:
advertisement
1/7
বিয়েতে আপনি কত জন নিমন্ত্রণ করবেন, বলে দেবে সরকার !
বিয়ে মানে শুধু দুটি মানুষ বা পরিবারের মিলন নয়, বিয়ে মানে দুটি পরিবার পেরিয়ে তাদের ঘিরে অনেক অনেক মানুষের আনন্দ উৎসব ৷ File photo
advertisement
2/7
বিয়েতে মানুষের প্রচুর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের নিমন্ত্রণ করেন ৷ তাতে অনেক সময়েই সংখ্যার কোনও লিমিট থাকে না ৷ কিন্তু এবার আর সেটার ওপর আপনার নিয়ন্ত্রণ থাকবে না ৷ কারণ সেটা নির্ধারিত হবে সরকারি নিয়ম মেনে ৷ File photo
advertisement
3/7
যেখানে বিয়ের পার্টি হবে সেই ভ্যেনুর সাইজের ওপর নির্ভর করেই হবে নিমন্ত্রিতের লিস্ট ৷ কত স্কোয়ারফিট এরিয়ার ভ্যেনু আর কত গাড়ি পার্ক হতে পারবে তারওপর নির্ভর করবে বিয়ের নিমন্ত্রিতের তালিকা ৷ File photo
advertisement
4/7
বিয়ের ভ্যেনু এরিয়া যদি ৬০০ স্কোয়ারমিটারের হয় (600 / 1.5 = 400) তাহলে ৪০০ জন গেস্টকে নিমন্ত্রণ করা যাবে ৷ File photo
advertisement
5/7
তারপর যদি আরও ১০০ টি গাড়ি থাকে তাহলে ৮০০ জন অবধি গেস্ট বলা যাবে ৷ এই মাপটা মাথায় রেখেই বিয়ের নিমন্ত্রিতের তালিকা তৈরি করতে হবে ৷ File photo
advertisement
6/7
আরও একটা জিনিস যেটা সরকার বেধে দিয়েছে সেটা হল খাওয়া-দাওয়া ৷ বিয়ে বাড়ি মানেই প্রচুর খাওয়াদাওয়া ৷ আর সেই খাওয়াদাওয়া প্রচুর পরিমাণে নষ্টও হয় ৷ তাই সরকার থেকে জানানো হয়েছে যা খাওয়া দাওয়া বাঁচবে তা যেন গরিব ওদুঃস্থদের মধ্যে বিতরণ করে দেওয়া হয় ৷ File photo
advertisement
7/7
তবে এই পুরো নিয়মটি হবে আপাতত দিল্লিতে ৷ কারণ দিল্লির রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে ৷ File photo
বাংলা খবর/ছবি/দেশ/
বিয়েতে আপনি কত জন নিমন্ত্রণ করবেন, বলে দেবে সরকার !
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল