দ্রুত বেড়ে চলেছে কালো ছায়া! কী হবে ল্যান্ডার বিক্রমের?
Last Updated:
কালো ছায়া গ্রাস করছে চাঁদের দক্ষিণ মেরুকে !!!
advertisement
1/11

ছবিতে লাল করে গোল করে যে জায়গাটি দেখানো হয়েছে সেখানেই ল্যান্ডার বিক্রমের সম্ভাব্য অবস্থান ৷ ইতিমমধ্যে দ্রুত অন্ধকার নেমে আসছে চাঁদের দক্ষিণ মেরুতে৷ Photo Courtesy- Andrew Jones/ Twitter Handle
advertisement
2/11
নাশ্যানাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিসট্রেশনের অরবির্টার আজই পৌঁছে যাবে চন্দ্রায়ন ২ -র ল্যান্ডার বিক্রমের কাছে ৷ Photo- Reuters
advertisement
3/11
ভারতের চন্দ্রায়ন ২ প্রজেক্টের দিকে নজর রয়েছে সকলের ৷ তেমনিই চিনও নজর রেখেছে ৷ অ্যান্ডু জোনস নামের এক ব্যক্তি যাঁর পরিচয় ট্যুইটার হ্যান্ডেলে চিনের মহাকাশ মহাকাশ বিজ্ঞানের সংবাদদাতা হিসেবে ৷ তিনি জানিয়েছেন যেভাবে দ্রুত চাঁদের দক্ষিণ গোলার্ধে রাত নামছে তাতে NASA -র LRO তার পাশ দিয়ে গেলেও কতটা পরিষ্কার ছবি তুলতে পারবে তা নিয়ে সন্দেহ থাকছে ৷ Photo Courtesy- Andrew Jones/ Twitter Handle
advertisement
4/11
গত দশ দিন ধরে পৃথিবীর সঙ্গে যংযোগ হারিয়েছে ল্যান্ডার বিক্রম ৷ এবার তাই NASA- দায়িত্ব নিয়েছে যাতে তার সঙ্গে কোনও রকম সংযোগ করা যায় ৷ এরই প্রথম ধাপ Lunar Reconnaissance Orbiterএবার ছবি তুলবে ৷
advertisement
5/11
আর সময়ের অপেক্ষা ৷ ভারতের স্বপ্নের প্রজেন্ট চন্দ্রযান ২ -র ল্যান্ডার বিক্রমের সঠিক অবস্থান লক্ষ্য করে পৌঁছে যাচ্ছে NASA -র Lunar Reconnaissance Orbiter বা সংক্ষেপে LRO ৷ Photo- Representive
advertisement
6/11
NASA -র LRO ইতিমধ্যেই জানিয়েছে চন্দ্রযানের উপস্থিতির কারণে চাঁদের অ্যাটমোসফিয়ারে পরিবর্তন সাধিত হয়েছে ৷ রকেট অ্যাফ্লুয়েন্ট বেরোনোর কারণে চাঁদের আবহাওয়ায় পরিবর্তন হয়েছে ৷ Photo- ISRO/ Twitter
advertisement
7/11
৭ সেপ্টেম্বর চাঁদে পৌঁছনোর ঠিক কয়েক মিটার আগে ল্যান্ডার বিক্রমের সঙ্গে সংযোগ বিচ্ছিন হয় ইসরোর ৷ তবে ল্যান্ডিং চাঁদেই হয়েছে এই বিষয়ে নিঃশংসয় ভারতীয় বিজ্ঞানীরা ৷ Photo- Representive
advertisement
8/11
একেবারে অজানা চাঁদের দক্ষিণ মেরুতে নেমে ঠিক কী করছে ল্যান্ডার বিক্রম তা জানতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে NASA ৷ Lunar Reconnaissance Orbiterএবার ছবি পাঠাবে চাঁদের দক্ষিণ মেরুর ৷ Photo- Representive
advertisement
9/11
ফ্লাইওভার ইমেজারি থেকে ল্যান্ডার বিক্রমের জন্য আগের ও পরের সব ছবি পাঠাবে NASA -সাহায্যকারী দল ৷ Photo- Representive
advertisement
10/11
এদিকে ইসরো ল্যান্ডার বিক্রমের সঙ্গে সংযোগ বিছিন্ন হয়ে যাওয়ার ১০ দিন পেরিয়ে যাওয়ার পর দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে ট্যুইট করেছে ৷ যেভাবে প্রজেক্টের দিকে গোটা দেস সমর্থণ দেখিয়েছে তাকেই কুর্নিশ করেছে তারা ৷ Photo Courtesy- ISRO/ Twitter
advertisement
11/11
এদিকে ল্যান্ডার বিক্রমের ল্যান্ডিয়ের সময় যেভাবে ্ন্তবিহীণ সমর্থণ দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাতে ISRO -র বিজ্ঞানীরা মুগ্ধ ৷ এবার NASA-র Lunar Reconnaissance Orbiter বা সংক্ষেপে LRO ১৭ সেপ্ট্মবের যে ছবি পাঠাবে তার আশায় অধীর আগ্রহে দেশ ৷ Photo- Representive