TRENDING:

Cyclonic Circulation Update IMD: ঘূর্ণাবর্ত-পশ্চিমী ঝঞ্ঝা...! রাজ্যে রাজ্যে বৃষ্টিপাত, কুয়াশা সতর্কতা! ৪৮ ঘণ্টায় বাংলায় কী হতে চলেছে? জানুন IMD -র সতর্কবাণী

Last Updated:
Cyclonic Circulation Update IMD: নিউ ইয়ার্স ইভের সেলিব্রেশনে কার্যত এবার ভিলেন হয়ে হাজির ঘূর্ণাবর্ত আর পশ্চিমী ঝঞ্ঝা। আবহাওয়ার শেষ রিপোর্টে স্কাইমেট ওয়েদার ও ভারতীয় মৌসম ভবনের রিপোর্ট জানাচ্ছে একটি ঘূর্ণাবর্ত বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকায় রয়েছে এই মুহূর্তে। তার জেরেই বদলাচ্ছে শীতের মুড।
advertisement
1/14
ঘূর্ণাবর্ত-পশ্চিমী ঝঞ্ঝা! রাজ্যে রাজ্যে বৃষ্টিপাত! ৪৮ঘণ্টায় বাংলায় কী হতে চলেছে?
নিউ ইয়ার্স ইভের সেলিব্রেশনে কার্যত এবার ভিলেন হয়ে হাজির ঘূর্ণাবর্ত আর পশ্চিমী ঝঞ্ঝা। আবহাওয়ার শেষ রিপোর্টে স্কাইমেট ওয়েদার ও ভারতীয় মৌসম ভবনের রিপোর্ট জানাচ্ছে একটি ঘূর্ণাবর্ত বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকায় রয়েছে এই মুহূর্তে। তার জেরেই বদলাচ্ছে শীতের মুড।
advertisement
2/14
বছরের শেষ সপ্তাহেই শীতের আবহাওয়ার রং বদল। আইএমডি-র পূর্বাভাস বলছে আগামী ২৪ ঘণ্টায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ, সিকিম, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, কেরল এবং মাহেতে বিচ্ছিন্ন বৃষ্টি হতে পারে।
advertisement
3/14
অন্যদিকে উত্তর প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লির কিছু অংশে সকালের দিকে খুব ঘন কুয়াশা পড়তে পারে। অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, দক্ষিণ ওড়িশা, উত্তরাখণ্ড, উত্তর রাজস্থান, উত্তর মধ্যপ্রদেশ এবং রায়ালসীমায় ঘন কুয়াশা বিস্তৃত রয়েছে।
advertisement
4/14
তবে আশ্বস্ত করে মৌসম ভবন ও স্কাইমেট ওয়েদারের পূর্বাভাস জানাচ্ছে, আগামী কয়েকদিন দেশের বাকি অংশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলেই আশা করা হচ্ছে।
advertisement
5/14
সর্বশেষ পূর্বাভাস বলছে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে লাক্ষাদ্বীপে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ, সিকিম, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, কেরালা এবং মাহেতে বিচ্ছিন্ন বৃষ্টি জারি থাকবে
advertisement
6/14
তবে কি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি-ঝড়ে নষ্ট হবে বর্ষশেষ? আবহাওয়া অধিদফতরের সর্বশেষ পূর্বাভাস দিচ্ছে বিরাট ইঙ্গিত। বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তের জেরেই ঘুরতে চলেছে ঠান্ডার গতিপথ। এমনটাই ইঙ্গিত আবহাওয়াবিদদের।
advertisement
7/14
ঘূর্ণাবর্তের জেরে দেশজুড়ে আগামী দু-তিনদিনেই আবহাওয়ার ভোলবদল সম্ভাবনা তৈরি হয়েছে বলেই জানাচ্ছে আইএমডি। ভারতের দক্ষিণে পশ্চিম দিকে অগ্রসর হওয়া একটি ঘূর্ণাবর্ত সঞ্চালন দক্ষিণ উপদ্বীপের ভারতীয় স্থলভাগের আবহাওয়াকে প্রভাবিত করবে।
advertisement
8/14
এই ঘূর্ণাবর্তই পরবর্তী কয়েক দিন বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্ত বৃষ্টির আবহ তৈরি করবে দেশের বেশ কিছু অংশে। এদিকে, একটি দুর্বল ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স (WD) বা পশ্চিমী ঝঞ্ঝা শনিবার থেকে পশ্চিম হিমালয় অঞ্চলকে প্রভাবিত করতে পারে বলে জানাচ্ছে স্কাইমেট ওয়েদার।
advertisement
9/14
এই সময়ের মধ্যে দেশের বাকি অংশে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে বলে আশা করা হচ্ছে।দেশের বেশিরভাগ অংশে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি এবং উত্তর-পূর্ব ভারতে স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ার পূর্বাভাস রয়েছে।
advertisement
10/14
উপরন্তু, সারাদেশে রাতারাতি সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ার ইঙ্গিত মৌসম ভবনের। হিমালয়ের পাদদেশে এবং মধ্য ভারতের কিছু জায়গায় আগামী কয়েকদিন সকালের দিকে খুব ঘন কুয়াশা তৈরি করতে পারে এই বদলে যাওয়া আবহাওয়া।
advertisement
11/14
এদিকে বাংলা নিয়ে বড় খবর আবহাওয়া দফতরের পূর্বাভাসে। বাংলায় বর্ষবরণের উৎসবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা একেবারেই নেই। তবে সকাল সন্ধে শীতের আমেজ থাকবে। মনোরম পরিবেশেই বর্ষবরণ হবে। বৃষ্টির সম্ভাবনা নেই।
advertisement
12/14
ফের বছরের প্রথম সপ্তাহেই পারাপতনের ইঙ্গিত। তবে এবছরে আর জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন আবহাওয়া স্থিতিশীল থাকবে বঙ্গে। তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই।
advertisement
13/14
স্থানীয় আবহাওয়া দফতর আলিপুর জানাচ্ছে, দক্ষিন বাংলাদেশে ঘূর্ণাবর্তের জের। দক্ষিণা ও পুবালি হাওয়ার দাপট বাড়বে। কিন্তু উত্তুরে হাওয়া কার্যত গায়েব। পুবালি হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে সাগর থেকে। যার ফলে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা।
advertisement
14/14
তবে মেঘ থাকলেও কলকাতার আবহাওয়া মূলত শুকনো থাকবে আগামী কয়েকদিন। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতার তাপমাত্রা ১৬ থেকে ২৭ ডিগ্রির মধ্যে থাকবে।
বাংলা খবর/ছবি/দেশ/
Cyclonic Circulation Update IMD: ঘূর্ণাবর্ত-পশ্চিমী ঝঞ্ঝা...! রাজ্যে রাজ্যে বৃষ্টিপাত, কুয়াশা সতর্কতা! ৪৮ ঘণ্টায় বাংলায় কী হতে চলেছে? জানুন IMD -র সতর্কবাণী
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল