Cyclonic Circulation Update: বঙ্গোপসাগরে দু-দুটি ঘূর্ণাবর্ত...! এন্ট্রি নিচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা...! ফের তোলপাড় আবহাওয়ার? জানুন আগামী সপ্তাহের Mega আপডেট
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
Cyclonic Circulation Update: আবহাওয়ার নতুন খেলা শুরু দেশ জুড়ে। আইএমডি-র পূর্বাভাস বলছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে দেশে। আজ রবিবারই পশ্চিমী ঝঞ্ঝার এন্ট্রি উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।
advertisement
1/17

ঘূর্ণিঝড় কাটতে না কাটতেই ফের জোড়া ঘূর্ণাবর্ত। আবহাওয়ার নতুন খেলা শুরু দেশ জুড়ে। আইএমডি-র পূর্বাভাস বলছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে দেশে। আজ রবিবারই পশ্চিমী ঝঞ্ঝার এন্ট্রি উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।
advertisement
2/17
অন্যদিকে জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে। একটি রয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। এই ঘূর্ণাবর্ত থেকে ত্রিপুরার নিম্নচাপ পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। অন্যদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত।
advertisement
3/17
ঘূর্ণিঝড় মিধিলির অবশিষ্ট অংশ নিম্নচাপ রূপে উত্তর-পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরা ও সংলগ্ন এলাকায় প্রভাব ফেলবে বলেই জানিয়েছে আইএমডির পূর্বাভাস।
advertisement
4/17
এই নিম্নচাপের জেরে উত্তর পূর্বের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে এই প্রভাব খুব বেশিক্ষণ স্থায়ী হবে না। আগামী ২৪ ঘণ্টায় তা শক্তি ক্ষয় করবে বলেই জানিয়েছে আবহাওয়ার রিপোর্ট।
advertisement
5/17
তবে বাংলায় ছট পুজো ও জগদ্ধাত্রী পুজোয় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বললেই চলে। পরিষ্কার আকাশ সকাল সন্ধ্যে শীতের আমেজেই কাটবে পুজোর মরসুম। তবে জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন দার্জিলিং কালিম্পং ও সংলগ্ন এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা আছে।
advertisement
6/17
দক্ষিণবঙ্গে মঙ্গলবার তাপমাত্রা আরও একটু নামতে পারে। এমনটাই ইঙ্গিত আবহাওয়া দফতরের। তবে আগামী কয়েক দিন আকাশ পরিস্কার থাকবে দক্ষিণবঙ্গে। রাতের তাপমাত্রা কমবে। শীতের আমেজ ফিরবে আরও জাকিয়ে।
advertisement
7/17
জেলায় জেলায় শীতের আমেজ একটু বেশি হবে। ফের মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার। জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে।
advertisement
8/17
এদিকে শীত বাড়বে দ্রুত। কলকাতায় তাপমাত্রা কুড়ির নিচে নামবে এই সপ্তাহেই। কলকাতাতে আগামী দু তিন দিন ২০/২১ ডিগ্রি সেলসিয়াস এর কাছে তাপমাত্রা থাকবে।
advertisement
9/17
পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে থাকবে। এই সপ্তাহের শেষে তাপমাত্রা নামতে পারে; বাড়বে শীতের আমেজ। আগামী দু-তিন দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা কমবে বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গের তাপমাত্রা একই রকম থাকবে।
advertisement
10/17
দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ অব্যাহত থাকবে। মেঘ কেটে যাওয়ায় দিনের বেলায় উষ্ণতা বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় কলকাতা-সহ সংলগ্ন এলাকায় কিছুটা অস্বস্তি। সকালে সন্ধ্যে শীতের আমেজ কিছুটা ফিরবে।
advertisement
11/17
পশ্চিমের জেলায় শীতের আমেজ একটু বেশি থাকবে। আগামী তিন দিন রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। সোম ও মঙ্গলবার আংশিক মেঘলা আকাশের কারণে বাড়তে পারে তাপমাত্রা। সপ্তাহের শেষ দিকে পারদ নামার ইঙ্গিত আবহাওয়া দফতরের।
advertisement
12/17
উত্তরবঙ্গে আপাতত পরিষ্কার আকাশ। জগদ্ধাত্রী পূজার নবমীর দিন মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা পার্বত্য এলাকায়। মূলত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই বৃষ্টি হবে বলে অনুমান আবহাওয়াবিদদের। দার্জিলিং ও কালিম্পং এই দুই জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি।
advertisement
13/17
হালকা থেকে মাঝারি এ বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। শীতের আমেজ ক্রমশ বাড়বে। আগামী তিন চার দিনে উত্তরবঙ্গে তাপমাত্রায় সেরকম কোন উল্লেখযোগ্য পরিবর্তন নেই।
advertisement
14/17
কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৬১ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২১ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
15/17
আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর-পশ্চিমের পার্বত্য এলাকার বেশ কিছু রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হবে। হালকা বৃষ্টির সম্ভাবনাও আছে।
advertisement
16/17
পুবালী হাওয়ায় দক্ষিণ ভারতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃষ্টি হতে পারে কেরল, মাহে, তামিলনাড়ু পন্ডিচেরি ও করাই কালে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে উত্তর-পূর্ব ভারতের রাজ্য অসম, মেঘালয়, মনিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতেও।
advertisement
17/17
অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম এবং ত্রিপুরা রাজ্যে। ভারী বৃষ্টি হবে অসম এবং মেঘালয়ে।