TRENDING:

Cyclone Update: ফের বইবে হু হু করে হাওয়া, উথালপাথাল হবে সমুদ্র, কলকাতার কী হাল, রইল আপডেট

Last Updated:
আবহাওয়ার বিরূপতার সাক্ষী হচ্ছে ফের দেশের একটা বড় অংশ৷
advertisement
1/10
ফের বইবে হু হু করে হাওয়া, উথালপাথাল হবে সমুদ্র, কলকাতার কী হাল, রইল আপডেট
#নয়াদিল্লি: বঙ্গোপসাগরের ওপর ফের তৈরি সাইক্লোনিক সার্কুলেশন৷ এরই জেরে ফের নাজেহাল অবস্থা হতে চলেছে৷ বইবে ঝোড়ো হাওয়া৷ বাতাসের সর্বোচ্চ গতি হতে পারে ৭০ কিলোমিটার অবধি৷ পাশাপাশি দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ,মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এমনটাই ওয়েদার আপডেটে জানিয়েছে আইএমডি৷ Photo -IMD
advertisement
2/10
আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ভারতের রাজ্যে। কর্ণাটক, কেরল, তামিলনাডু এবং লাক্ষাদ্বীপ সহ-সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।
advertisement
3/10
রবিবার অর্থাৎ আজ থেকেই বৃষ্টি বাড়বে নিকোবর দ্বীপপুঞ্জে। সোমবার থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। বুধবার থেকে বৃষ্টি বাড়বে তামিলনাড়ু ও পুদুচেরি উপকূল এলাকায়। ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। দক্ষিণ বঙ্গোপসাগরে ৬০-৭০ কিমি প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে।  Photo -IMD
advertisement
4/10
বৃহস্পতিবার ও শুক্রবার অন্ধ্র প্রদেশ তামিলনাড়ু ও পন্ডিচেরি উপকূলে ৭০কিমি বেগে দমকা হাওয়া বইবে।‌ মৎস্যজীবীদের ওই এলাকায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
advertisement
5/10
আগামী দু'দিন একই থাকবে তাপমাত্রা। তার পরে মধ্যভারতের রাজ্য গুলিতে তাপমাত্রা কমবে ২-৩ ডিগ্রি সেলসিয়াস । অন্তত দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে পূর্ব ভারতে র রাজ্যগুলিতেও।  দেশের বাকি অংশে অবশ্য তাপমাত্রা একই রকম থাকবে বলে ওয়েদার আপডেটে জানিয়েছে আইএমডি৷
advertisement
6/10
ঘন কুয়াশার সতর্কতা থাকছে পাঞ্জাব ও হিমাচল প্রদেশে আগামী দুদিন প্রবল কুয়াশায় ঢাকতে পারে এই দুই রাজ্য। উত্তর-পশ্চিম ভারতের অন্যান্য রাজ্যেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। আগামী দু দিন কুয়াশা হতে পারে ওড়িশা রাজ্যে ও।  এ ছাড়া উত্তর প্রদেশের কিছু এলাকায় এবং আসাম মেঘালয় মনিপুর মিজোরাম এবং ত্রিপুরাতে আগামী দু -তিন দিন কুয়াশার সতর্কতা থাকছে।
advertisement
7/10
এদিকে কলকাতায় শীত অনুভূত হচ্ছে আর রবিবার সকাল ছিল শীতলতম দিন।‌ কলকাতায় আজ তাপমাত্রা কলকাতায় ১৬ ডিগ্রি সেলসিয়াসের নীচে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক। গতকাল কলকাতায় তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
8/10
শীতের আমেজ থাকলেও এখনই জাঁকিয়ে শীতের সম্ভবনা উড়িয়ে দিচ্ছে  কোন সম্ভাবনা নেই। জেলায় জেলায়  তাপমাত্রা স্বাভাবিক বা তার কাছে। সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ ফিরেছে। জেলায় জেলায় ফিরছে শীতের আমেজ। তিন চার দিনে ধীরে ধীরে স্বাভাবিক বা তার নীচে নামবে পারদ।
advertisement
9/10
আজ কলকাতায় মূলত পরিষ্কার আকাশ।  সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক। শীতের আমেজ দিনভর।  সন্ধ্যা ও রাতে হালকা শীতের আমেজ বাড়বে। বৃষ্টির কোন সম্ভাবনা নেই আগামী চার পাঁচ দিনে।
advertisement
10/10
উত্তরবঙ্গে স্বাভাবিকের কাছাকাছি তাপমাত্রা ছিল আপাতত সেই তাপমাত্রায় কোন পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে কমবে। আগামী  ২-৩ দিনে স্বাভাবিক বা স্বাভাবিকের নিচের দিকে তাপমাত্রা থাকতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।  বইবে উত্তুরে হওয়া। আগামী দু-তিন দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। সকাল সন্ধ্যা জেলায় জেলায় শীতের আমেজ একটু বেশি অনুভূত হবে। কলকাতায় সকাল ও সন্ধ্যাতে শীতের আমেজ বাড়বে।
বাংলা খবর/ছবি/দেশ/
Cyclone Update: ফের বইবে হু হু করে হাওয়া, উথালপাথাল হবে সমুদ্র, কলকাতার কী হাল, রইল আপডেট
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল