advertisement
1/6

ফের সাইক্লোন হানা ৷ বঙ্গোপসাগরের নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে ধীরে ধীরে উপকূলের দিকে এগোচ্ছে ৷ Photo - Met Department Website
advertisement
2/6
শুক্রবার জানা গিয়েছিল সোমবার নাগদ ঝাঁপিয়ে পড়বে এই সাইক্লোন ৷ কিন্তু সোমবার সকালে যে উপগ্রহ চিত্র পাওয়া গেছে তাতে ইতিমধ্যেই গতি বহুগুণ বাড়িয়ে নিয়েছে ফেতাই ৷ আর আগামী ১২ ঘন্টার মধ্যেই আছড়ে পড়তে চলেছে এই সাইক্লোন ৷ File Photo
advertisement
3/6
শনিবার সকালে পাওয়া উপগ্রহ চিত্র অনুযায়ি জানা গেছে তীব্র গতিতে হাওয়া বয়ে যাবে ৷ যা ঘন্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার গড় গতি থাকলেও কখনও কখনও হাওয়ার গতিবেগ হবে ৬৫ কিলোমিটার অবধি ৷ Photo Courtesy - India Meteorological Department/ Facebook Handle
advertisement
4/6
আপাতত নিম্নচাপটি চেন্নাই থেকে ৭৩০ কিলোমিটার এবং পূর্ব ও অন্ধ্রপ্রদেশ থেকে ৯৩০ কিলোমিটার দূরে পূর্ব ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে বলে জানা গিয়েছে।File Photo
advertisement
5/6
এই মরশুমে ভারতের পূর্ব উপকূলে এটা চতুর্থ সাইক্লোন ৷ সাইক্লোনটি এতটিই শক্তিশালী যে ফের একবার তছনছ হয়ে যেতে চলেছে অন্ধ্রপ্রদেশ ৷ File Photo
advertisement
6/6
IMD-র সিনিয়র সায়ানটিস্ট এম মহাপাত্র জানিয়েছেন এবারের সাইক্নোনটিও বিধ্বংসী হতে চলেছে ৷ এই সাইক্লোনের গতি উত্তর ও উত্তরপূর্ব দিকে রয়েছে ৷ ফলে অন্ধ্রের পর ওড়িশাতেও এর ভালো প্রভাব দেখা যাবে ৷ File Photo