TRENDING:

Cyclone Mocha: বঙ্গোপসাগরে তৈরি সাইক্লোনিক সার্কুলেশন, সাইক্লোন হয়ে ফুঁসবে যখন...

Last Updated:
Cyclone Mocha ইয়েমেনের দেওয়া নাম৷ লোহিত সাগর বা রেড সি-র ধারে ইয়েমেন উপকূলের একটি জায়গা যার নাম থেকে এই মোখা নামটি এসেছে৷ এটি দীর্ঘদিন ধরে পৃথিবী বিখ্যাত মোখা কফি উৎপাদন করে৷ আর সেই থেকেই নাম মোখা এই জনপদের৷ 
advertisement
1/9
বঙ্গোপসাগরে তৈরি সাইক্লোনিক সার্কুলেশন, সাইক্লোন হয়ে ফুঁসবে যখন...
গত বছর অর্থাৎ ২০২২ -র বঙ্গোপসাগরে Cyclone Sitrang,  আর ২০২৩-র এ বঙ্গোপসাগরে প্রথম যে ঘূর্ণিঝড় বা সাইক্লোন হবে তার নাম  Cyclone Mocha বা  সাইক্লোন মোখা ৷ Photo- Representative 
advertisement
2/9
মার্কিন আবহাওয়ার পূর্বাভাস মডেল গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম (GFS) এবং ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম-রেঞ্জ ওয়েদার ফোরকাস্টস (ECMWF) পূর্বাভাস দিয়েছে মে মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় বা সাইক্লোন  তৈরি হতে পারে। ঘূর্ণিঝড়টি যদি বঙ্গোপসাগরে তৈরি হয় তাহলে তাকে মোখা বলা হবে৷ Photo- Representative 
advertisement
3/9
১১ মে নাগাদ ঘূর্ণিঝড় মোখা বা Cyclone Mocha  তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, উইন্ডি ডট কমে এই মুহূর্তে সেই সময় নাগাদই সাইক্লোন তৈরির পরিস্থিতি দেখানো হয়েছে৷ Photo Courtesy- Windy
advertisement
4/9
Cyclone Mocha ইয়েমেনের দেওয়া নাম৷ লোহিত সাগর বা রেড সি-র ধারে ইয়েমেন উপকূলের একটি জায়গা যার নাম থেকে এই মোখা নামটি এসেছে৷ এটি দীর্ঘদিন ধরে পৃথিবী বিখ্যাত মোখা কফি উৎপাদন করে৷ আর সেই থেকেই নাম মোখা এই জনপদের৷ Photo- Representative 
advertisement
5/9
পূর্ব ভারত থেকে শুরু করে বাংলাদেশ, কিম্বা মায়নামার লক্ষ্য করে এগিয়ে যেতে পারে এই সাইক্লোন৷ দক্ষিণ বঙ্গোপসাগরে ৫ মে নিম্নচাপ তৈরির পদ্ধতি শুরু হয়ে যাবে৷ Photo- Representative 
advertisement
6/9
তবে আদৌ সাইক্লোন তৈরি হবে কিনা তা ১১ মে নাগাদ পরিষ্কার হয়ে যাবে৷ Photo- Representative 
advertisement
7/9
যদি এই সাইক্লোন পুরোদমে ঝাঁপিয়ে পড়ে তাহলে সর্বাধিক গাস্টিং স্পিড ১৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টা অবধি হতে পারে৷ Photo- Representative 
advertisement
8/9
গত বছরেও মে মাসে বঙ্গোপসাগরে সাইক্লোন তৈরি হয়েছিল৷ তার নাম ছিল অশনি৷ Photo- Representative 
advertisement
9/9
আর তার আগে আম্ফান পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবল ধ্বংসলীলা চালিয়েছিল, যার ক্ষত এখনও দগদগে বাংলার মানুষের মনে৷ Photo- Representative 
বাংলা খবর/ছবি/দেশ/
Cyclone Mocha: বঙ্গোপসাগরে তৈরি সাইক্লোনিক সার্কুলেশন, সাইক্লোন হয়ে ফুঁসবে যখন...
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল