Cyclone Michaung: রক্তচক্ষু নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'মিগজাউম'! সোমেই ল্যান্ডফল, আছড়ে পড়ার সময় হাওয়ার গতিবেগ থাকবে কত?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Cyclone Michaung Big Update: ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি। ল্যান্ডফল এখন শুধু সময়ের অপেক্ষা। আবহাওয়া দফতরের সর্বশেষ রিপোর্ট বলছে এই আজ সন্ধ্যার রিপোর্ট অনুযায়ী চেন্নাই থেকে মাত্র ২১০ কিমি দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান করছে ঘূর্ণিঝড়।
advertisement
1/9

ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি। ল্যান্ডফল এখন শুধু সময়ের অপেক্ষা। আবহাওয়া দফতরের সর্বশেষ রিপোর্ট বলছে ঘূর্ণিঝড়টি এই আজ সন্ধ্যার রিপোর্ট অনুযায়ী চেন্নাই থেকে মাত্র ২১০ কিমি দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান করছে।
advertisement
2/9
চেন্নাইয়ের আঞ্চলিক আবহাওয়া দফতরের প্রধান এস বালাচন্দ্রন জানিয়েছেন, আমরা বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছি।
advertisement
3/9
আইএমডির সতর্কতা অনুযায়ী ঘূর্ণিঝড় 'মিগজাউম' সোমবার অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু উপকূলে আঘাত হানবে। ইতিমধ্যেই ২১টি NDRF টিম মোতায়েন করা হয়েছে।
advertisement
4/9
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় 'মিগজাউম'-এর আশংকা থাকায় এরইমধ্যে তামিলনাড়ু রাজ্য সরকার এবং কেন্দ্রীয় মন্ত্রকের বিভাগগুলি প্রস্তুতি পর্যালোচনার জন্য দফায় দফায় বৈঠক করেছে।
advertisement
5/9
পূর্বাভাস অনুযায়ী ৪ ডিসেম্বর সোমবার বিকেলের মধ্যে দক্ষিণ অন্ধ্র প্রদেশ এবং সংলগ্ন উত্তর তামিলনাড়ু উপকূলে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে আঘাত হানবে মিগজাউম।
advertisement
6/9
৪ তারিখ সকাল নাগাদ ঘূ্র্ণিঝড়টি তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে পৌঁছাবে। ৫ তারিখ সকালের দিকে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টির।
advertisement
7/9
উদ্ধার ও ত্রাণ অভিযানের জন্য ২১ টি দল মোতায়েন করেছে, এনডিআরএফ। ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি (এনসিএমসি) রোববার এ তথ্য জানিয়েছে।
advertisement
8/9
৪ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশ উপকূল এবং ৫ ডিসেম্বরের দুপুরে নেলোর এবং মাছিলিপত্তনমের মধ্যবর্তী দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করবে ঘূর্ণিঝড়টি।
advertisement
9/9
প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় হিসাবে ৯০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বাতাসের গতিবেগ নিয়ে এগোবে ঘূর্ণিঝড় 'মিগজাউম'। দমকা হওয়ার গতিবেগ বেড়ে ১১০ কিমি প্রতি ঘণ্টায় পর্যন্ত হতে পারে বলে আশংকা আবহাওয়াবিদদের।