Cyclone Fengal landfall: গতিতে ডানার থেকে কম, ল্যান্ডফলের পরই ভয়ঙ্কর রূপ নিল ফেনজাল!
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ফেনজাল দুর্যোগে বিপর্যস্ত তামিলনাড়ুর এরকমই ভয়ঙ্কর ছবি ধরা পড়েছে তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার উথানগিরিতে৷
advertisement
1/6

তামিলনাড়ু এবং পুদুচেরি উপকূলে আছড়ে পড়়েছে ঘূর্ণিঝড় ফেনজাল৷ এই ঘূর্ণিঝড়ের জেরে হাওয়ার দাপটে যতটা না ক্ষয়ক্ষতি হয়েছে, তার থেকেও বেশি বিপর্যয় নেমে এসেছে ঘূর্ণিঝড়ের দাপটে প্রবল বৃষ্টিতে৷
advertisement
2/6
রবিবারই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এই ঘূর্ণিঝড়৷ তার পরে বৃষ্টির দাপট আরও বেড়েছে তামিলনাড়ু এবং পুদুচেরির বিভিন্ন এলাকায়৷ এমন কি, কোনও কোনও জেলায় বন্যা পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে৷ ছবি-পিটিআই
advertisement
3/6
ফেনজাল দুর্যোগে বিপর্যস্ত তামিলনাড়ুর এরকমই ভয়ঙ্কর ছবি ধরা পড়েছে তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার উথানগিরিতে৷ সেখানে জলের তোড়ে একের পর এক বাস ভেসে যাওয়ার ছবি ধরা পড়েছে৷ ছবি-এক্স (সূর্য রেড্ডি)
advertisement
4/6
গত ১৪ ঘণ্টা ধরে একটানা বৃষ্টি চলছে কৃষ্ণগিরিতে৷ তার মধ্যে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে উথানগিরি এলাকায়৷ ছবি-পিটিআই
advertisement
5/6
আগামী মঙ্গলবার পর্যন্ত তামিলনাড়ুর নীলগিরি, কোয়েম্বাটর, এরোড, তিরুপুর, ডিনডিগুল, সালেম, ত্রিচি, কারুর, মাদুরাইয়ের মতো জেলাগুলিতে ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর৷
advertisement
6/6
তামিলনাড়ুর বেশ কিছু জায়গায় উদ্ধারকাজে সেনাবাহিনী নামাতে হয়েছে৷ মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন জানিয়েছেন, এখনও পর্যন্ত ৭ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে৷