TRENDING:

Cyclone Fengal update: কত গতিতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়! এখন কোথায় রয়েছে ফেনজল? ল্যান্ডফলই বা কোথায় করবে?

Last Updated:
Cyclone Fengal Alert: বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ফেনজাল। গত ছয় ঘণ্টা ধরে ১৩ কিমি প্রতি ঘণ্টা বেগে উপকূলের দিকে এগোচ্ছে ফেনজাল।
advertisement
1/5
কত গতিতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়? এখন কোথায় রয়েছে ফেনজল? ল্যান্ডফল কোথায় করবে?
বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ফেনজল। গত ছয় ঘণ্টা ধরে ১৩ কিমি প্রতি ঘণ্টা বেগে উপকূলের দিকে এগোচ্ছে ফেনজাল।
advertisement
2/5
আবহাওয়া দফতরের শেষ আপডেট অনুযায়ী, সকাল সাড়ে ৫টা নাগাদ ফেনজল ত্রিনকোমালি থেকে ১৩০ কিমি দূরে ছিল।
advertisement
3/5
সেই সঙ্গে নাগাপট্টিনাম থেকে ৪০০ কিমি, পুদুচেরি থেকে দক্ষিণপূর্বে ৫১০ কিমি এবং চেন্নাই থেকে বর্তমানে ৫৯০ কিমি দূরে রয়েছে।
advertisement
4/5
আইএমডির তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করতে পারে শুক্রবার, অর্থাৎ ২৯ নভেম্বর। এটি ল্যান্ডফল করতে পারে তামিলনাড়ুর দক্ষিণ-পূর্ব উপকূলে। তামিলনাড়ু এবং পুদুচেরীতে ঘূর্ণিঝড় ফেনজলের সবচেয়ে বেশি প্রভাব পড়বে বলে জানা গিয়েছে।
advertisement
5/5
তামিলনাড়ু, পুদুচেরী, অন্ধ্রপ্রদেশের উপকূলে ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে পশ্চিমবঙ্গের দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরেও ফেনজালের প্রভাবে বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে।
বাংলা খবর/ছবি/দেশ/
Cyclone Fengal update: কত গতিতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়! এখন কোথায় রয়েছে ফেনজল? ল্যান্ডফলই বা কোথায় করবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল