TRENDING:

Cyclone Alert: বঙ্গোপসাগর-আরব সাগর দুই সাগরেই তোলপাড়, সাইক্লোন তৈরি হচ্ছে, বড় তোলপাড়ের ইঙ্গিত

Last Updated:
Cyclone Alert: বেসরকারি আবহাওয়া সংস্থা 'স্কাইমেট' ওয়েদার আপডেট পরিষেবা অনুযায়ি  জানিয়েছে, সিস্টেমটি ২৪ অক্টোবরের মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা দিয়েছে৷
advertisement
1/11
বঙ্গোপসাগর-আরব সাগর দুই সাগরেই তোলপাড়, সাইক্লোন তৈরি হচ্ছে,বড় তোলপাড়ের ইঙ্গিত
: বাংলায় দুর্গাপুজোর উৎসব আর দেশ জুড়ে নবরাত্রির আনন্দ জোয়ার এরই মধ্যে আবহাওয়া দফতরের সতর্কতা৷ একইসঙ্গে দুই সাগরেই ঘনাচ্ছে ঘূর্ণিঝড়৷ আবহাওয়াবিদরা  আরব সাগর এবং বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণিঝড় তৈরির ওয়েদার আপডেট দিয়েছেন৷
advertisement
2/11
এর আগে ২০১৮ সালে  একইসঙ্গে আরব সাগর এবং বঙ্গোপসাগরে বিরল ঘটনা ঘটেছিল৷ আরবসাগরে ইতিমধ্যেই ঘূর্ণিঝড় বা সাইক্লোন 'তেজ' আরব সাগরে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে, অন্যদিকে ঘূর্ণিঝড় 'হামুন'  'বঙ্গোপসাগরে তৈরির পর্যায়ে রয়েছে৷
advertisement
3/11
দক্ষিণ-পশ্চিম আরব সাগরে অতি শক্তিশালী সাইক্লোন ‘তেজ’  ক্রমশও ক্ষমতা বাড়াচ্ছে৷  রবিবার ২২ অক্টোবর বিকেলেই নিজের শক্তি তুমুল বাড়িয়ে অতি শক্তিশালী সাইক্লোনে পরিণত হয়েছে।
advertisement
4/11
যদিও এটি  ভারতের পশ্চিম উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা নেই৷ আইএমডি-র ওয়েদার আপডেট অনুয়ায়ি ওমানের দক্ষিণ উপকূল এবং সংলগ্ন ইয়েমেনের দিকে অগ্রসর হবে, ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) অনুসারে।
advertisement
5/11
একইসঙ্গে সাইক্লোন হামুন বঙ্গোসাগরে তৈরি হওয়ার পর  পশ্চিমী ঝঞ্ঝায় প্রতিহত হওয়ার আগেই  অন্ধ্র উপকূলের কাছাকাছি চলে আসবে এমনটাই আশঙ্কা করছে আবহাওয়া দফতর৷
advertisement
6/11
শুক্রবার আইএমডি অমরাবতীর পক্ষ থেকে ওয়েদার অ্যালার্টে জানানো হয়েছে  দক্ষিণ-পশ্চিম এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চলের তৈরি হওয়ার কথা জানিয়েছে।
advertisement
7/11
এতে বলা হয়েছে যে নিম্নচাপটি ২৩ অক্টোবর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।  যদি এই সাইক্লোনটি তৈরি হয় তাহলে এর নাম হবে হামুন।
advertisement
8/11
বেসরকারি আবহাওয়া সংস্থা 'স্কাইমেট' ওয়েদার আপডেট পরিষেবা অনুযায়ি  জানিয়েছে, সিস্টেমটি ২৪ অক্টোবরের মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা দিয়েছে৷
advertisement
9/11
এই দুই সাইক্লোন আবহাওয়ার উপর কোনও উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না৷ বঙ্গোপসাগরে তৈরি হতে চলা এই সাইক্লোনের জেরে চেন্নাই এবং তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে আবহাওয়ার সামান্য পরিবর্তন হবে৷ তবে এটি সেখান থেকে সরে যাবে৷  তবে, বেসরকারি আবহাওয়া সংস্থাটির ওয়েদার আপডেট অনুযায়ি  কেরল এবং তামিলনাড়ুর অভ্যন্তরীণ অংশে সন্ধ্যার দিকে বজ্র-বিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি  হতে পারে৷
advertisement
10/11
 যদি সাইক্লোন তেজ এবং হামুন আকার ধারণ করে, তবে তারা   একে অপরের দিক থেকে যথেষ্ট  দূরে থাকবে৷ সেটি প্রায় ২৫০০ কিলোমিটার দূরে থাকবে৷
advertisement
11/11
তবে আদৌ এই দ্বিতীয় সাইক্লোনটি তৈরি হবে কিনা তা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে৷  স্কাইমেটও সেটি নিজেদের ওয়েদার আপডেটে সেই সম্ভাবনার কথাও উল্লেখ করেছে৷
বাংলা খবর/ছবি/দেশ/
Cyclone Alert: বঙ্গোপসাগর-আরব সাগর দুই সাগরেই তোলপাড়, সাইক্লোন তৈরি হচ্ছে, বড় তোলপাড়ের ইঙ্গিত
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল