রাত পোহালেই শুরু ধ্বংসলীলা? নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড় 'ফেনজল'-এ! অভিমুখ কোন দিকে? বাংলায় কতটা প্রভাব পড়বে? দেখুন আবহাওয়ার আপডেট
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
IMD Cyclonic circulation alert Fenjal Cyclone Tracker: রাত পোহালেই শুরু ধ্বংসলীলা? নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড় 'ফেনজল'-এ! অভিমুখ কোন দিকে? বাংলায় কতটা প্রভাব পড়বে? দেখুন আবহাওয়ার আপডেট।
advertisement
1/7

Fenjal Cyclone Alert: গত কয়েকদিন ধরে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি এবার ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। মঙ্গলবার এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামীকাল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড়ের নাম ফেনজল। নাম দিয়েছে সৌদি আরব। আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত বিস্তারিত জানাচ্ছেন, এই ঝড় পশ্চিমবঙ্গে কেমন প্রভাব ফেলবে। কেমন থাকবে আগামীর আবহাওয়া? দেখুন।
advertisement
2/7
ডানার পর ফেনজল! এই ঝড়ও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে উপকূল সংলগ্ন বেশ কিছু রাজ্যের জন্য। তামিলনাড়ু-সহ একাধিক রাজ্যের পাশাপাশি ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় ধ্বংসলীলা চালাতে পারে বলে আবহাওয়ার দফতরের তরফে চরম আশঙ্কা জারি করা হয়েছে।
advertisement
3/7
বঙ্গেও কি শীতকালীন আবহাওয়ায় এ ঝড়ের প্রভাব পড়বে? আবহাওয়া দফতর জানাচ্ছে, ফেনজলের প্রভাবে সপ্তাহান্তে উপকূলে বৃষ্টি হবে। সপ্তাহান্তে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে চার জেলায়। শনিবার থেকে সোমবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মতো উপকূলের জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। মেঘলা আকাশ থাকবে উপকূল সংলগ্ন জেলাগুলোতে।
advertisement
4/7
দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ২৪ ঘন্টায়। বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা রাজ্যের পার্বত্য জেলাতেও। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। উচু পার্বত্য এলাকায় দু'এক জায়গায় গ্রাউন্ড ফ্রস্ট এর সম্ভাবনা।
advertisement
5/7
বুধবার ও বৃহস্পতিবার শীতের আমেজ থাকলেও তারপর শীতের আমেজ কিছুটা কমবে। মূলত পরিষ্কার আকাশ। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা। কয়েক জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা। উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর মালদা এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়াতে কুয়াশার সম্ভাবনা বেশি।
advertisement
6/7
গভীর নিম্নচাপ বা সাইক্লোন ফেঙ্গালে পরিণত হলেও সরাসরি প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে৷ তবে এর আংশিক প্রভাব পড়বে উপকূলবর্তী জেলাগুলিতে। উপকূলের জেলাগুলিতে তাপমাত্রার হেরফের হবে।
advertisement
7/7
বঙ্গোপসাগরের নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতিগভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামীকাল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এর অভিমুখ থাকবে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে। শ্রীলঙ্কাকে পাশ কাটিয়ে ঘূর্ণিঝড় এগোবে তামিলনাড়ুর চেন্নাই উপকূল অভিমুখে। পন্ডিচেরি থেকে ৬৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে এবং চেন্নাই উপকূল থেকে ৭৭০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করবে ফেনজল।