Crime News: কালা জাদু..ডাইনি বিদ্যা...ছড়িয়ে ছিটিয়ে পড়ে আধপোড়া, রক্তাক্ত পাঁচ-পাঁচটা দেহ! একটা গোটা পরিবার শেষ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
খবর পাওয়ার পরপরই, পূর্ণিয়ার এসপি সুইটি সাহরাওয়াত, এএসপি অলোক কুমার এবং একাধিক থানার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। ফরেনসিক বিশেষজ্ঞ এবং একটি ডগ স্কোয়াডও মোতায়েন করা হয়। বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নীতীশ কুমার সরকারের তীব্র সমালোচনা করেছেন।
advertisement
1/7

বাবুলাল ওঁরাও, তাঁর স্ত্রী সীতা দেবী, মা কাতো মাসোমত, ছেলে মনোজিৎ ওঁরাও এবং বউ রানি দেবী। পরিবারের সদস্য ৫ জন৷ মাঠের ঘাস জমির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আধ পোড়া রক্তাক্ত পাঁচটা দেহ৷ বিহারের পূর্ণিয়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে চতুর্দিকে৷
advertisement
2/7
রাজিগঞ্জ পঞ্চায়েতের মুফাসসিল থানার তেতগামা গ্রামের ঘটনা৷ ডাইনি সন্দেহে একই পরিবারের ৫ সদস্যকে জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনা সামনে এসেছে৷ এই ২০২৫ এ দাঁড়িয়েও৷ প্রত্যক্ষদর্শী সোনু এবং ললিত, অর্থাৎ, নিহত বাবুলাল ওঁরাওয়ের ছেলেরা ঘটনার যে বর্ণনা দিয়েছে, তাতে হাড়হিম হয়ে যায়৷
advertisement
3/7
সোনু ওঁরাও জানিয়েছে, সোমবার ভোর ৩ টে নাগাদ তাদের পরিবারের সকলেই ঘুমোচ্ছিল৷ হঠাৎই তাদের বাড়িতে রে রে করে চড়াও হয় প্রচুর লোক৷ প্রায় ২৫০ জন৷ একসাথে৷ তারা টেনে হিঁচড়ে তাদের বাড়ি থেকে বাবুলাল ওরাওঁ, তাঁর স্ত্রী সীতা দেবী, তার মা কাতো মোসামত, ছেলে মনজিৎ ওরাওঁ এবং ছেলে রানি দেবীকে৷ তারপরে...
advertisement
4/7
প্রথমে পুকুরের ধারে ডাইনি বলে বেধড়ক মারধর করে। এরপর পেট্রোল ছিটিয়ে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে মারে। সদর পূর্ণিয়ার এসডিপিও পঙ্কজ কুমার শর্মা বলেন, ৭ জুলাই ভোর ৫টার দিকে সোনু কুমার (১৬) পুলিশকে জানান যে, কালা জাদুর নামে ওরাওঁ সম্প্রদায়ের সদস্যরা তার পরিবারকে মারধর করে এবং রাতে জীবন্ত পুড়িয়ে মারে।Generated image
advertisement
5/7
আসলে, কয়েকদিন আগে একই গ্রামের রামদেব ওরাওঁ নামে এক ব্যক্তির ছেলের মৃত্যু হয়। এরপর তাঁর ভাগ্নে অসুস্থ হয়ে পড়ে। তখন নকুল ওঁরাও নামের এক তান্ত্রিক গ্রামবাসীদের বলেছিলেন যে সীতা দেবী এবং কাতো মোসামত ডাইনি বিদ্যা জানে এবং তারাই এই কাজ করছে৷ Generated image
advertisement
6/7
নকুলের দাবির পর, উত্তেজিত জনতা অসুস্থ শিশুটিকে সারিয়ে দেওয়ার দাবিতে ওই পরিবারের উপর চড়াও হয়৷ যখন জানতে পারে যে ওরা কিছু করতে পারবে না, তখন সম্মিলিত ভাবে ওঁরাও পরিবারকে পেটানো হয়, তারপরে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে দেওয়া হয়৷
advertisement
7/7
খবর পাওয়ার পরপরই, পূর্ণিয়ার এসপি সুইটি সাহরাওয়াত, এএসপি অলোক কুমার এবং একাধিক থানার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। ফরেনসিক বিশেষজ্ঞ এবং একটি ডগ স্কোয়াডও মোতায়েন করা হয়। বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নীতীশ কুমার সরকারের তীব্র সমালোচনা করেছেন। Generated image