Lockdown 3.0: নির্দেশিকা জারি করল কেন্দ্র, রেড জোনে কী কী খোলা থাকবে, জেনে নিন এক ঝলকে
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
সব রাজ্য সরকার ও কেন্দ্র শাসিত অঞ্চলকে লকডাউন নির্দেশিকা কঠোরভাবে মেনে চলারও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
advertisement
1/11

ঘরবন্দি দশা এখনই কাটছে না। ৪ মে থেকে আরও ১৪ দিনের জন্য লকডাউন দেশ। ১৭ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা কেন্দ্রের। রেড, অরেঞ্জ ও গ্রিন - জোন ধরে লকডাউনের নির্দেশিকা বেঁধে দিল মোদি সরকার। কনটেইমেন্ট জোনে সবচেয়ে বেশি কড়াকড়ি। রেড জোনের জন্যও কড়া লকডাউন নির্দেশিকা।
advertisement
2/11
তৃতীয় দফায় আরও ১৪ দিনের লকডাউন। দেশে করোনার পরিস্থিতি খতিয়ে দেখেই লকডাউন নিয়ে নির্দেশিকা প্রকাশ করল মোদি সরকার। দেশজুড়ে বেশ কিছু পরিষেবা বন্ধই থাকছে। কনটেইনমেন্ট জোন ও রেড জোনে লকডাউনে বেশি কড়াকড়ি।
advertisement
3/11
শর্তসাপেক্ষে চালানো যাবে ব্যক্তিগত গাড়ি, ৪ চাকার গাড়িতে চালক সহ ৩ জনের বেশি নয় । অনুমতি নিয়ে টু-হুইলার চালানো যাবে, পিছনে অন্য কাউকে বসানো যাবে না
advertisement
4/11
শুধুমাত্র জরুরি প্রয়োজনে ছাড় মিলবে। রেজিস্ট্রেশন রয়েছে এমন ছোট দোকান খোলা থাকবে
advertisement
5/11
শর্তসাপেক্ষে খোলা যাবে শিল্প এলাকা, উৎপাদনের ইউনিট
advertisement
6/11
নবায়নযোগ্য শক্তি যেমন সোলার পাওয়ার, উইন্ড পাওয়ার নির্মাণের অনুমতি
advertisement
7/11
বেসরকারি অফিস ৩৩ শতাংশ কর্মী নিয়ে খোলার অনুমতি। ডেপুটি সেক্রেটারি ও সিনিয়র অফিসাররা দফতরে যাবেন । বাকি কর্মীদের ৩৩ শতাংশ নিয়ে সরকারি অফিস চলবে
advertisement
8/11
ব্যাংক, এনবিএসসি, ইনস্যুরেন্স কোম্পানি খোলার অনুমতি।
advertisement
9/11
রেড জোনে প্রয়োজনীয় সামগ্রীর অনলাইন ডেলিভারি হবে। মনরেগা’র কাজে অনুমতি দেওয়া হয়েছে।
advertisement
10/11
গ্রামীণ এলাকার রেড জোনে নির্মাণ কাজে অনুমতি। গ্রামীণ এলাকায় সমস্ত দোকান খোলার অনুমতি। কৃষি সম্বন্ধিত কাজের অনুমতি। স্বাস্থ পরিষেবা চালু থাকবে।
advertisement
11/11
ব্যাংক, এনবিএসসি, ইনস্যুরেন্স কোম্পানি খোলার অনুমতি। ডাকঘরের কাজে অনুমতি।