TRENDING:

Covid 19: ‘আরও সংক্রামক, আরও ক্ষতিকর’, বাড়ছে করোনা সংক্রমণ, JN.1 নিয়ে আরও আতঙ্ক

Last Updated:
Covid 19: আর তাতেই চিন্তা বাড়ছে প্রশাসনের৷ নতুন প্রজাতির করোনার সর্বোচ্চ সংক্রমণ ঘটেছে কর্ণাটকে৷
advertisement
1/5
‘আরও সংক্রামক, আরও ক্ষতিকর’, বাড়ছে করোনা সংক্রমণ,  JN.1 নিয়ে আরও আতঙ্ক
JN.1 করোনা সংক্রমণ নিয়ে আরও আতঙ্ক বাড়ছে৷ কারণ, ক্রমে সংক্রমণ বাড়ছে এই করোনার প্রজাতির৷ আর তাতেই চিন্তা বাড়ছে প্রশাসনের৷ নতুন প্রজাতির করোনার সর্বোচ্চ সংক্রমণ ঘটেছে কর্ণাটকে৷ (প্রতীকী ছবি)
advertisement
2/5
এআইআইএমএস প্রাক্তন ডিরেক্টর ও সিনিয়র পালমোনোলজিস্ট রণদীপ গুলেরিয়া জানিয়ছে, ‘করোনার এই বিশেষ প্রজাতিটি আরও অনেক বেশি সংক্রামক৷ এটি দ্রুত ছড়িয়ে পড়ছে৷ এটি ক্রমে প্রধান ভ্যারিয়্যান্ট হয়ে দাঁড়াচ্ছে৷ এটি আরও বেশি সংক্রামক হয়ে দাঁড়াচ্ছে৷’ (প্রতীকী ছবি)
advertisement
3/5
তিনি আরও বলেছেন, ‘এই প্রজাতির সংক্রমণের ফলে ইনফেকশন লোড বাড়ছে বেশি ও হসপিটালাইজেশনও বাড়ছে৷ এর ফলে উপসর্গ হিসাবে দেখা দিচ্ছে জ্বর, ঠান্ডা লাগা, গলা ব্যাথা, নাক দিয়ে জ্বল পড়া ও গা ব্যাথা৷’(প্রতীকী ছবি)
advertisement
4/5
তিনি আরও বলেছেন, ‘আমাদের উচিত এমন একটি ভ্যাকসিন তৈরি করা যেটির প্রভাব থাকবে সমস্ত রকম ভাইরাসের প্রজাতির উপর৷ ওমিক্রন ভাইরাসের একটি প্রজাতি হল জেএন ওয়ান৷ তার আগে একটি সমীক্ষা দেখতে হবে৷ সেখানে দেখতে হবে আদৌ ওই ভ্যাকসিন কাজ করছে কিনা জেএন ওয়ানের উপর৷’ (প্রতীকী ছবি)
advertisement
5/5
ইতিমধ্যে উত্তরপ্রদেশ, কর্ণাটক ও মিজোরামের মতো একাধিক রাজ্যে একাধিক সতর্কতা জারি করা হয়েছে৷ উত্তরপ্রদেশের একাধিক স্থানে করোনা বিধি মানতে নির্দেশ দেওয়া হয়েছে৷ এ ছাড়া মিজোরামে উৎসবের মরশুমে করোনাবিধি মেনে চলতে বলা হয়েছে৷ কর্ণাটকেও করোনা বিধি মানতে বলা হয়েছে৷ (প্রতীকী ছবি)
বাংলা খবর/ছবি/দেশ/
Covid 19: ‘আরও সংক্রামক, আরও ক্ষতিকর’, বাড়ছে করোনা সংক্রমণ, JN.1 নিয়ে আরও আতঙ্ক
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল