TRENDING:

২০২১-র প্রথম তিন মাসের মধ্যেই ভারতে আসবে ভ্যাকসিন, কারা আনবে, দাম কত, জেনে নিন

Last Updated:
বর্নস্টীনের একটি রিপোর্টের ভিত্তিতে এই তথ্য সামনে এসেছে৷ বিশ্ব স্তরে চারটি সম্ভাব্য টীকার কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে৷ ২০২০-র শেষ থেকে ২০২১-র শুরুর মধ্যেই টীকা বাজারে আসতে চলেছে৷
advertisement
1/6
২০২১-র প্রথম তিন মাসের মধ্যেই ভারতে আসবে ভ্যাকসিন, কারা আনবে, দাম কত, জেনে নিন
যেরকম যেরকম করোনা ভাইরাসের টীকার পরীক্ষার কাজ দ্রুততার সঙ্গে এগোচ্ছে তাতে আশা করা হচ্ছে ভারতীয় বাজারে ২০২১ সালের মধ্যে সেই টীকা চলে আসবে৷ Photo- Representative
advertisement
2/6
বর্নস্টীনের একটি রিপোর্টের ভিত্তিতে এই তথ্য সামনে এসেছে৷ বিশ্ব স্তরে চারটি সম্ভাব্য টীকার কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে৷ ২০২০-র শেষ থেকে ২০২১-র শুরুর মধ্যেই টীকা বাজারে আসতে চলেছে৷ এর মধ্যে ভারত যে অক্সফোর্ডের টীকার জন্য গাঁটছড়া বেধেছে তারই এই সময়ের মধ্যে চলে আসার কথা৷ এছাড়াও নোবাবেক্সের প্রোটিন সাবইউনিট টীকা নিয়েও আশাব্যঞ্জক কাজ হচ্ছে৷Photo- Representative
advertisement
3/6
রিসার্চ অনুযায়ি এই দুটি টীকার ক্ষেত্রেই দ্বিতীয় পর্বের পরীক্ষা খুবই আশাব্যঞ্জক৷ এর প্রেক্ষিতেই ধারণা করা যাচ্ছে ২০২১-র প্রথম তিন মাসের মধ্যেই করোনা ভ্যাকসিন বাজারে এসে যাবে৷ Photo- Representative
advertisement
4/6
রিসার্চ সংস্থা অনুযায়ি এই টীকার এক একটি ডোজের দাম তিন থেকে ছয় ডলারের মধ্যে থাকবে৷ যা ভারতীয় মুদ্রায় ২২৫ থেকে ৫০০ টাকার মধ্যে৷ তবে এই ভ্যাকসিন বড়সড় পর্যায়ে প্রস্তুত হতে প্রায় ২ বছর লেগে যাবে৷ কারণ এই বড় স্তরে টীকাকরণের কোনও অনুভব নেই তাই সেটা ঠিক কীভাবে সম্ভব হবে সেটা জানতে হবে৷ Photo- Representative
advertisement
5/6
রিপোর্ট অনুযায়ী এর আগে সবচেয়ে বৃহত্তম স্তরে টীকাকরণ যদি ধরা হয় তা হল ২০১১ পোলিও উৎখাত অভিযান৷ কিন্তু এটা কোভিড ১৯ -র মতো এত বড় স্তরের কাছাকাছিও আসে না৷ যদি বর্তমান ক্ষমতার দ্বিগুণ ভাবেও কাজ করা হয় তাহলে সারা দেশের সমস্ত মানুষকে টীকা দিতে ১৮ থেকে ২০ মাস সময় লাগবে৷ Photo- Representative
advertisement
6/6
সবচেয়ে আগে স্বাস্থ্যকর্মী ও ৬৫ বছরের ওপরের বয়স্করা এই টীকাকরণ করাতে পারবেন৷ এরপর এই টীকা পাবেন আবশ্যিক পরিষেবার সঙ্গে যুক্ত মানুষরা৷ নোবাভ্যাক্সের টীকা বয়স্কদের জন্য ভালো কাজ করছে ৷ তৃতীয় পর্বের পরীক্ষার দরুণ ২১ থেকে ২৮ দিনের ব্যবধানে যাঁদের ওপর টীকা প্রয়োগ হচ্ছে তাঁদের ২ টি ডোজ দেওয়া হচ্ছে৷ Photo- Representative
বাংলা খবর/ছবি/দেশ/
২০২১-র প্রথম তিন মাসের মধ্যেই ভারতে আসবে ভ্যাকসিন, কারা আনবে, দাম কত, জেনে নিন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল