Coromandel Express Accident: লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা ! চলছে উদ্ধারকাজ, করমণ্ডল এক্সপ্রেস যেন মৃত্যুপুরী
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:PARADIP GHOSH
Last Updated:
বাহানা গা স্টেশনের অকুস্থলে রেল লাইনের পাশে সারি সারি মৃতদেহ । মৃতদেহের অদূরে রাখা তাদের ব্যবহৃত জিনিস।
advertisement
1/5

ওড়িশার বালাসোরের ট্রেন দুর্ঘটনা যেন গাইসাল, জ্ঞানেশ্বরীকেই মনে করাচ্ছে ৷ নিহত এবং আহতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ৷ সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী আজ, শনিবার ভোর পর্যন্ত মৃতের সংখ্যা ২০৭ ৷ আহতের সংখ্যা ৮০০-র বেশি ৷ Photos: Paradip Ghosh
advertisement
2/5
বাহানা গা স্টেশনের অকুস্থলে রেল লাইনের পাশে সারি সারি মৃতদেহ । মৃতদেহের অদূরে রাখা তাদের ব্যবহৃত জিনিস। সেখানে রয়েছে তাদের মোবাইল ফোন।
advertisement
3/5
সংবাদমাধ্যমে রেল দুর্ঘটনার খবর জানার পর প্রিয়জনের মোবাইলে ফোন করছেন তাদের বন্ধু আত্মীয়রা। সেই ফোন বেজে যাচ্ছে। তোলার কেউ নেই ।
advertisement
4/5
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, উদ্ধারকাজ যত এগোবে, নিহত এবং আহতের সংখ্যা আরও বাড়বে।
advertisement
5/5
দুর্ঘটনাগ্রস্ত ট্রেনে অনেক যাত্রী আটকে রয়েছেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। উদ্ধারকাজে লাগানো হয়েছে সেনাবাহিনীকেও ৷