TRENDING:

চন্দ্রযান ২ মিশনের প্রশংসায় চিনের মানুষ, বিজ্ঞানীদের দিলেন হতাশ না হওয়ার পরামর্শ

Last Updated:
ইসরোর এক আধিকারিক সোমবার জানিয়েছেন, অরবিটারের ক্যামেরা থেকে পাওয়া ছবি অনুযায়ী, ল্যান্ড হওয়ার নির্দিষ্ট জায়গার অনেকটা কাছেই হার্ড ল্যান্ডিং হয়েছে বিক্রমের ৷
advertisement
1/4
চন্দ্রযান ২ -র প্রশংসায় চিনের মানুষ, বিজ্ঞানীদের দিলেন হতাশ না হওয়ার পরামর্শ
চন্দ্রযান ২ মিশনের জন্য সোশ্যাল মিডিয়ায় ভারতকে অভিনন্দন জানাল চিনের মানুষ ৷ পাশাপাশি এই মিশন নিয়ে আশা না ছেড়ে মহাকাশে বিক্রমের সঙ্গে যোগাযোগ রাখারও পরামর্শ দেওয়া হয়েছে ৷ সোমবার চিনের আধিকারিক মিডিয়ায় এই বিষয়ে মন্তব্য করেছে ৷
advertisement
2/4
চাঁদের নামার আগের মুহূর্তে বিক্রমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয় ইসরোর।চাঁদের বুকে নামার কথা ছিল বিক্রমের। তার ঠিক আগে অরবিটারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় ল্যান্ডার বিক্রমের। তখন বিক্রম চাঁদের থেকে ২ দশমিক ১ কিলোমিটার দূরে।
advertisement
3/4
ইসরোর এক আধিকারিক সোমবার জানিয়েছেন, অরবিটারের ক্যামেরা থেকে পাওয়া ছবি অনুযায়ী, ল্যান্ড হওয়ার নির্দিষ্ট জায়গার অনেকটা কাছেই হার্ড ল্যান্ডিং হয়েছে বিক্রমের ৷ তা সত্ত্বেও বিক্রমের কোনও ক্ষতি হয়নি। কিন্তু একদিকে ঝুঁকে রয়েছে ল্যান্ডার ৷
advertisement
4/4
চিনের মানুষ ভারতীয় বিজ্ঞানীদের হতাশ না হওয়ার কথা বলেছেন ৷ আরও বলা হয় মহাকাশ অভিযানে সমস্ত মানুষ সামিল রয়েছে ৷ এতে কোনও দেশ সফল্য পেল তা না ভেবে বিজ্ঞানীদের অভিনন্দন জানানো উচিৎ ৷ পাশাপাশি কোনও মিশন অস্থায়ী ভাবে বিফল হলে তাদেরও উৎসাহিত করা উচিৎ ৷
বাংলা খবর/ছবি/দেশ/
চন্দ্রযান ২ মিশনের প্রশংসায় চিনের মানুষ, বিজ্ঞানীদের দিলেন হতাশ না হওয়ার পরামর্শ
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল