Chandrayaan 3: প্রজ্ঞান দিল মেগা সুখবর, চাঁদের মাটিতে রয়েছে অক্সিজেন, পাওয়া গেল সালফার, রইল ফটো
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Chandrayaan 3: চাঁদের পিঠে ভারতের চন্দ্রযান ৩ -র সফট ল্যান্ডিংয়ের পর থেকে যেন সুখবরের জোয়ার৷ এবার এল মেগা সুখবর৷ ISRO মঙ্গলবার চন্দ্রযান-৩ মিশন থেকে প্রাপ্ত নতুন তথ্য শেয়ার করছে সকলের সঙ্গে।
advertisement
1/6

চাঁদের পিঠে ভারতের চন্দ্রযান ৩ -র সফট ল্যান্ডিংয়ের পর থেকে যেন সুখবরের জোয়ার৷ এবার এল মেগা সুখবর৷ ISRO মঙ্গলবার চন্দ্রযান-৩ মিশন থেকে প্রাপ্ত নতুন তথ্য শেয়ার করছে সকলের সঙ্গে। রোভার প্রজ্ঞানের সঙ্গে সংযুক্ত একটি পেলোড চাঁদের দক্ষিণ মেরুতে সালফারের উপস্থিতি নিশ্চিত করেছে। এর চেয়েও সবচেয়ে বড় খবর চন্দ্রপৃষ্ঠে অক্সিজেনের উপস্থিতিও ধরা পড়েছে। এবার হাইড্রোজেনের খোঁজ শুরু হয়েছে৷
advertisement
2/6
ISRO নিজেদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে ট্যুইট করে জানিয়েছে সেখানে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা সর্বক্ষণ চলছে৷ এই পর্বে রোভার প্রজ্ঞান মেগা আবিষ্কার।
advertisement
3/6
ISRO বলেছে 'রোভারে বসানো যন্ত্র LIBS, ইন-সিটু পরিমাপের মাধ্যমে প্রথমবারের মতো, দক্ষিণ মেরুর কাছে চন্দ্র পৃষ্ঠে সালফারের উপস্থিতি স্পষ্টভাবে নিশ্চিত করেছে। এছাড়াও আশা করা হচ্ছে Al, Ca, Fe, Cr, Ti, Mn, S আর O -র মতো মৌলের সন্ধান পাওয়া গেছে৷
advertisement
4/6
পোস্টে আরও জানানো হয়েছে, বর্তমানে চাঁদের পৃষ্ঠে হাইড্রোজেন (H) অনুসন্ধান চলছে। ISRO এই বিষয়ে তার ওয়েবসাইটে জানিয়েছে যে LIBS স্পষ্ট ইন-সিটু পরিমাপের মাধ্যমে চন্দ্র পৃষ্ঠে সালফার (S) এর উপস্থিতি নিশ্চিত করে। সালফারের উপস্থিতির নিশ্চিতকরণ এমন কিছু যা অরবিটারে যন্ত্র (পেলোড) দিয়ে শনাক্ত করা যায়নি।
advertisement
5/6
গ্লোবাল স্পেস টেকনোলজি বিশেষজ্ঞ এবং বিনিয়োগকারী ক্যান্ডেস জনসন শনিবার বলেছেন যে চন্দ্রযান-৩ -র প্রজ্ঞান রোভার চাঁদের দক্ষিণ মেরুতে বরফ আছে কিনা তাও দেখাবে।
advertisement
6/6
নয়াদিল্লিতে শিল্প সংস্থা CII দ্বারা আয়োজিত B-20 সম্মেলনে জনসন বলেছিলেন যে ভারতের মহাকাশ অভিযান কেবল ভারতের তরুণ প্রজন্মকেই নয়, বিশ্বের তরুণ প্রজন্মকে মোটিভেট করেছে৷