নাসার অরবিটারের ক্যামেরাতেও ধরা দিল না বিক্রম, উদ্ধারের আশা প্রায় শেষ
Last Updated:
advertisement
1/5

চাঁদের পিঠে ল্যান্ডার বিক্রমের অবস্থান এখন কোথায় ? বিক্রমের আরও বেশি সংখ্যায় ছবি হয়তো খুব তাড়াতাড়ি পাওয়া যাবে ৷ এই আশাতেই এতদিন ছিল ইসরো ৷ কিন্তু এখনও পর্যন্ত কোনও ভাল খবর এল না ৷
advertisement
2/5
নাসা এ ব্যাপারে ইসরোর দিকে সাহায্যের হাত বাড়ালেও এখনও পর্যন্ত কিছুই সেভাবে পায়নি তারা ৷ তাদের চন্দ্রযানের অরবিটারে ধরা দেয়নি বিক্রম ৷
advertisement
3/5
কিন্তু কেন ? নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্রম অরবিটারের নাগালের বাইরে ৷ তাই ক্যামেরায় সেটার ছবি ধরা পড়েনি ৷ নাসার চেষ্টা ব্যর্থ মানে বিক্রমকে উদ্ধারের আশাও প্রায় শেষই বলা যেতে পারে ৷
advertisement
4/5
বিক্রম চাঁদের দক্ষিণ মেরুর যে জমিতে ল্যান্ড করেছিল বলে ধারণা করা হচ্ছে, মঙ্গলবার নাসার অরবিটারটি তার উপর নিয়ে যায়। তারপর সেই এলাকায় ঘুরপাক খেতে থাকে অরবিটারের ক্যামেরা। কিন্তু বিক্রম কোনওভাবেই ক্যামেরায় ধরা পড়েনি।
advertisement
5/5
নাসার এই প্রয়াস ব্যর্থ হওয়াটা মোটেই ভাল খবর না ইসরোর জন্য ৷ ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে চাঁদের রাত ৷ তাই আলোর অভাবে ওই সময়ের পড়ে বিক্রমকে খোঁজা কার্যত অসম্ভব হয়ে পড়বে বলেই মত বিজ্ঞানীদের ৷