কেন ল্যান্ডার বিক্রম সিগন্যাল গ্রহণ বন্ধ করে দেয়, জানালেন Chandrayaan-1 এর ডিরেক্টর
Last Updated:
চাঁদের বুকে নামার কথা ছিল বিক্রমের। তার ঠিক আগে অরবিটারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় ল্যান্ডার বিক্রমের। তখন বিক্রম চাঁদের থেকে ২ দশমিক ১ কিলোমিটার দূরে।
advertisement
1/6

চাঁদের নামার আগের মুহূর্তে বিক্রমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয় ইসরোর। এই পরিস্থিতিতে ভরসা ছিল অরবিটার। সেই অরবিটারের তোলা ছবিই জানাল, চাঁদের বুকেই রয়েছে বিক্রম। পরিকল্পনা মতো বিক্রম কাজ শুরু করতে পারবে কিনা, তা স্পষ্ট নয় এখনও। ইসরোর হাতে সময় মাত্র কম। পাঁচ দিনে কেটে গিয়েছে ৷ হাতে রয়েছে এখন মাত্র ১০ দিন ৷
advertisement
2/6
সবার মনেই এখন বিক্রমকে নিয়ে একাধিক প্রশ্ন ৷ গোটা দেশবাসীর নজর এখন তার দিকে ৷ এরই মাঝে চন্দ্রযান ১-এর নির্দেশক মাইলস্বামী আন্নাদুরাই জানিয়েছেন চন্দ্র পৃষ্ঠের অন্তরায়গুলিই ল্যান্ডার বিক্রমকে সংকেত পেতে বাধা দিচ্ছিল ৷ এছাড়া যেখানে বিক্রম ল্যান্ড করেছে সেই জমিটি ল্যান্ড করার জন্য উপযুক্ত নয় বলে মনে করা হচ্ছে ৷ এছাড়াও সেখানে কিছু বাধাও থাকতে পারে যা যোগাযোগ স্থাপন করতে বাধা সৃষ্টি করছে ৷
advertisement
3/6
ইসরোর মতোই উৎকণ্ঠায় ছিল ১৩০ কোটি ভারতবাসী। রবিবার বেলায় কিছুটা হলেও আশার খবর। নিউজ-18 কে ইসরো চেয়ারম্যান জানালেন, চাঁদের বুকে বিক্রমের ছবি পেয়েছে ইসরো। থার্মাল ইমেজিং থেকে তথ্য বিশ্লেষণের কাজ চলছে।
advertisement
4/6
চাঁদের বুকে নামার কথা ছিল বিক্রমের। তার ঠিক আগে অরবিটারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় ল্যান্ডার বিক্রমের। তখন বিক্রম চাঁদের থেকে ২ দশমিক ১ কিলোমিটার দূরে। কীভাবে ল্যান্ড করেছে সেটা ভাইটাল। সমতলের উপর চারটি পা যদি না থাকে, যদি বেঁকে ল্যান্ড করে তা হলে কতটা কাজ করতে পারবে সেটা চিন্তার বিষয়...আঘাত কতটা সেটা ক্লিয়ার নয়...রোবার বেরনোর মতো অবস্থায় আছে কি না দেখতে হবে....কমিউনিকেশন দরকার। কম্যান্ড তো পাঠাতে হবেবিশেষজ্ঞরা বলছেন, বিক্রম যদি ঠিক মতো চাঁদের জমিতে না নামে, তা হলে প্রজ্ঞানের বের হওয়ার জন্য দরজাই খুলবে না। যেমন আলমারির ক্ষেত্রে হয়। একদিক হেলে থাকলে অনেক সময় দরজা খোলে না ৷
advertisement
5/6
বিক্রমের কাছে সময়ও বেশি নেই। হাতে মাত্র চোদ্দ দিন। এর মধ্যেই সূর্যের আলোয় সোলার প্যানেলের চার্জ হতে হবে। কিন্তু, বিক্রম ঠিক মতো নামতে না পারলে সেটাও সম্ভব নয়।
advertisement
6/6
মাইলস্বামী আন্নাদুরাই আরও জানিয়েছেন, ‘অরবিটার এবং ল্যান্ডারের মধ্যে সর্বদা দ্বি-মুখী যোগাযোগ থাকে ৷ তাই একদিক দিয়ে যোগাযোগ করার চেষ্টা করা যেতে পারে ৷ তবে সেটি ৫-১০ মিনিটের বেশি হবে না।’