Flex Fuel: ছ'মাসের মধ্য়ে জলের দরে পাওয়া যাবে পেট্রল! আশার কথা শোনালেন কেন্দ্রীয় মন্ত্রী
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Flex Fuel Engine: পেট্রোলের দাম কি আর কমবে কখনও? এই প্রশ্ন এখন সবার মনে! কেন্দ্রীয় মন্ত্রীর কথায় আশার আলো।
advertisement
1/6

পেট্রোল, ডিজেলের দাম আকাশছোঁয়া। পাল্লা দিয়ে বাড়ছে জিনিসপত্রের দাম। অনেকেরই জীবন যাপনের খরচ বেড়েছে। এমন পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ে সব থেকে বেশি চিন্তায় মধ্যবিত্ত। পেট্রোলের দাম কি আর কমতে পারে কখনও? এই প্রশ্ন এখন অনেকের মনে।
advertisement
2/6
কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন, আগামী ৬ মাসের মধ্যে বিকল্প জ্বালানি বাজারে আসার সম্ভাবনা রয়েছে। কী এই জ্বালানি! এটাও পেট্রোলের মতোই। অর্থাত্, এই জ্বালানি দিয়েও গাড়ি, বাইক চলবে।
advertisement
3/6
নীতিন গড়করি একটি বিজনেস সামিটে জানিয়েছেন, অটোমোবাইল সংস্থার কর্ণধাররা তাঁকে কথা দিয়েছেন, ৬ মাসের মধ্যে তাঁরা Flex Fuel-এ চলে এমন ইঞ্জিন প্রস্তুত করার কাজ করবেন।
advertisement
4/6
পেট্রোলের সঙ্গে ২০ শতাংশ ইথানল মেশানো হতে পারে। যার ফলে সাধারণ পেট্রোলের থেকে ফ্লেক্স ফুয়েল পাওয়া যেতে পারে অর্ধেক দামে।
advertisement
5/6
নীতিন গডকরি ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে ভারতে ১০০ শতাংশ ইথানলে চলবে গাড়ি, বাইক। অটোমোবাইল সংস্থাগুলি তাঁকে জানিয়েছে, তারা এমন ইঞ্জিন প্রস্তুত করছে যা বিকল্প জ্বালানিতে চলবে। ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন এদেশের ভবিষ্যত বলে জানিয়েছেন তিনি।
advertisement
6/6
নীতিন গডকরি জানিয়েছেন, টিভিএস ও বাজাজের মতো সংস্থাগুলি ইতিমধ্যে ফ্ল্কেস ফুয়েল ইঞ্জিন প্রস্তুত করার কাজ শুরু করেছে। অনেকে দাবি করছেন, এখন মহারাষ্ট্রের অনেক জায়গায় এমন পেট্রোল পাওয়া যাচ্ছে যাতে ২০ শতাংশ পেট্রোল মেশানো। আর সেই পেট্রোলের দাম লিটার প্রতি ৭০ টাকা।