করোনা নিয়ে সরকারের 'প্ল্যান বি' তৈরি, প্রয়োজনে দ্বিতীয় লকডাউন
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
১৫ এপ্রিল লকডাউন প্রত্যাহার করা হলেও সিনেমা হল, রেস্তোরাঁ, শপিং মল, ধর্মীয় স্থানের মতো জায়গাগুলি খোলার সম্ভাবনা কম৷
advertisement
1/10

গত ৩ এপ্রিল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রী গোষ্ঠীর একটি বৈঠক হয়৷ সেই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও উপস্থিত ছিলেন৷ ১৬ সদস্যের সেই বৈঠকেই করোনা নিয়ন্ত্রণে প্ল্যান বি নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷ PHOTO- FILE
advertisement
2/10
সেই আলোচনায় অন্যতম যে ভাবনার কথা উঠে এসেছে, তা হলো পরিস্থিতি বিচার করে ১৫ মে থেকে ফের দেশে লকডাউন জারি করা৷
advertisement
3/10
তার আগে অবশ্য ধাপে ধাপে লকডাউনের বিভিন্ন শর্ত প্রত্যাহার করে পরিস্থিতি কোন দিকে যায় তা দেখে নিতে পারে সরকার৷ PHOTO- FILE
advertisement
4/10
যেমন ১৫ এপ্রিল লকডাউন প্রত্যাহার করা হলেও সিনেমা হল, রেস্তোরাঁ, শপিং মল, ধর্মীয় স্থানের মতো জায়গাগুলি খোলার সম্ভাবনা কম৷ মল খুললেও সেখানে শুধু জরুরি সামগ্রী মিলবে৷ PHOTO- FILE
advertisement
5/10
সরকার এখন নিশ্চিত করতে চাইছে, যেভাবেই হোক লকডাউনের শর্ত শিথিল হলেও সামাজিক দূরত্ব যেন যতটা বজায় রাখা যায়৷ PHOTO- FILE
advertisement
6/10
সরকার এখন নিশ্চিত করতে চাইছে, যেভাবেই হোক লকডাউনের শর্ত শিথিল হলেও সামাজিক দূরত্ব যেন যতটা বজায় রাখা যায়৷ PHOTO- FILE
advertisement
7/10
পাশাপাশি লকডাউন ওঠার পর অর্থনীতি যাতে মুখ থুবড়ে না পড়ে, তার জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করতে পারে সরকার৷
advertisement
8/10
এর পাশাপাশি যাঁরা কোয়ারান্টাইনে রয়েছেন, তাঁদের শরীরে জিপিএস ট্র্যাকার লাগিয়ে নজরদারি চালানোর কথা ভাবা হয়েছে৷ যাতে তাঁরা বাড়ি থেকে বের হলেই দ্রুত তাঁদের গতিবিধি আটকানো যায় এবং সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা আটকানো যায়৷ PHOTO- FILE
advertisement
9/10
এর পাশাপাশি সরকারি অফিসগুলিতে পঞ্চাশ শতাংশ কর্মীদের এনে কাজ করিয়ে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক করার চেষ্টা হতে পারে৷PHOTO- FILE
advertisement
10/10
যদিও এই প্রস্তাবগুলি নিয়ে শুধুমাত্র আলোচনাই হয়েছে৷ কোনও প্রস্তাবেই এখনও চূড়ান্ত সিলমোহর পড়েনি৷ PHOTO- FILE