TRENDING:

৩ বেলার খাবার থেকে ফোন, যে গুহায় মোদি ধ্যানে বসেছিলেন, সেখানে কী কী ব্যবস্থা রয়েছে জানেন?

Last Updated:
advertisement
1/10
৩ বেলার খাবার থেকে ফোন, যে গুহায় মোদি ধ্যানে বসেছিলেন, সেখানে কী কী ব্যবস্থা রয
♦ সারা দেশ প্রহর গুণছে উত্তেজনায়। প্রায় এক মাসেরও বেশি সময় ধরে দেশে চলছে লোকসভা নির্বাচন। এরই মাঝে, ভোটগ্রহণের শেষ পর্যায়ে এসে, উত্তরাখণ্ডের এক গুহায় গিয়ে ধ্যানে বসে পড়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
advertisement
2/10
♦ উত্তরাখণ্ডে দু’দিনের সফরে গিয়ে কেদারনাথ মন্দিরের কাছে একটি পবিত্র গুহায় ধ্যানে নিমগ্ন প্রধানমন্ত্রী ৷ সেই ছবি দেখেছে গোটা বিশ্ব ৷
advertisement
3/10
♦ তবে কেদারনাথ যে গুহায় ধ্যানে বসে কেদারনাথে যে গুহায় ধ্যানে বসে সবাইকে চমকে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেই গুহারও রয়েছে বেশ কিছু বৈশিষ্ট্য। যা চমকে দেওয়ার মতোই।
advertisement
4/10
♦ কারণ সেই গুহা আর পাঁচটা গুহার থেকে একদম আলাদা। সাধারণভাবে সাধুসন্তরা যে ধরনের গুহায় ধ্যান করেন, মোদির গুহা ছিল তার থেকে একদম আলাদা। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
advertisement
5/10
♦ ওই গুহাটির নাম নাকি ‘কেদারনাথ-রুদ্র মেডিটেশন কেভ’৷
advertisement
6/10
♦ যেখানে রয়েছে ইলেকট্রিকের ব্যবস্থা ৷ রয়েছে শৌচাগার ৷
advertisement
7/10
♦ এমনকী জামা-কাপড় টাঙিয়ে রাখার জন্য হ্যাঙারের ব্যবস্থাও রাখা হয়েছে ৷
advertisement
8/10
♦ রয়েছে আরও অনেক সুবিধে ৷ সকালের চা, ব্রেকফাস্ট, দুপুরের খাবার, ইভিনিং টি এবং নৈশাহারের ব্যবস্থাও রয়েছে ৷
advertisement
9/10
♦ গুহাটি এক্কেবারে নিরিবিলি জায়গায় ৷ কিন্তু সেখানে ২৪x৭ একজন অ্যাটেনডেন্টের ব্যবস্থা রাখা হয়েছে ৷ যিনি যে কোনও প্রয়োজনের জন্য হাজির থাকবেন ৷
advertisement
10/10
♦ এছাড়া কেদারনাথ-রুদ্র মেডিটেশন কেভ-এ রয়েছে SIP ফোনও ৷ যেখান থেকে GMVN বা গাড়োয়াল মন্ডল বিকাশ নিগম লিমিটেড-এর ম্যানেজারের সঙ্গে সহযোগিতার জন্য যোগাযোগ করা যাবে ৷
বাংলা খবর/ছবি/দেশ/
৩ বেলার খাবার থেকে ফোন, যে গুহায় মোদি ধ্যানে বসেছিলেন, সেখানে কী কী ব্যবস্থা রয়েছে জানেন?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল